পুলিশ সুপারের নির্দেশে বাজারের মূল্য যাচাই করতে মঙ্গলবার বোলপুরের আইসি কমল বৈরাগ্যের নেতৃত্বে এলাকার বিভিন্ন বাজার ঘুরে দেখে পুলিশকর্মীরা। এসপি হৃষিকেশ মিনা বলেন, “উপযুক্ত দরে বাসিন্দারা যাতে ফল, সব্জি পান সে জন্য এই উদ্যোগ। কৃত্রিম অভাব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম আবুল কালাম শেখ (৩০)। বাড়ি রামপুরহাটের নিশ্চিন্তপুর এলাকায়। মঙ্গলবার সকালে রামপুরহাট-দুমকা রোড ধরে হেঁটে ওই যুবক এলাকার পাথর শিল্পাঞ্চলে কাজ করতে যাচ্ছিলেন। রামপুরহাট সেচপল্লি পেরিয়ে একটি ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হন তিনি। প্রথমে তাঁকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়। পরে বর্ধমান মেডিক্যালে নিয়ে যাওয়ার পথে অবস্থার অবনতি হলে ফের রামপুরহাটে ফিরিয়ে আনা হয়। তখন চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন।
|
সিউড়ি-বোলপুর রাস্তায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। এসপি হৃষিকেশ মিনা বলেন, “দলের পাণ্ডা সাহেব শেখ-সহ সোমবার ৫ জনকে ধরা হয়েছে। উদ্ধার হয়েছে দু’টি পাইপগান, ভোজালি, বোমা ও বোমার মশলা।” পুলিশ জানায়, শ্রীনিকেতন লাগোয়া এলাকায় তারা জড়ো হয়েছিল। ধৃতদের মঙ্গলবার বোলপুর আদালতে তোলা হলে ১৪ দিন জেল হাজত হয়।
|