রাতভর বৃষ্টিতে ধস নামল দুর্গাপুরের বীরভানপুর এলাকায়। একটি বেসরকারি গ্যাস সংস্থা বীরভানপুর খালের পাড় বরাবর মাটির ভেতরে পাইপ লাইন বসিয়েছিল। সোমবার সেখানেই ধস নামে। আতঙ্ক ছড়ায় এলাকাতেও। বেশ কয়েক বছর আগে বন্যায় দামোদরের জল উপচে ঢুকে পড়েছিল এই খালে। বীরভানপুর খালের পাশ দিয়ে স্থানীয় মানুষেরা হেঁটে বা বাইকে ব্যারাজ যাতায়াত করেন। তবে ধস নামায় বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। আসেপাশের কিছুটা এলাকা জুড়ে মাটিতে ফাটলও দেখা গিয়েছে। স্থানীয় বিশ্বনাথ বাউড়ি, বন্ধু রুইদাসরা বলেন, “রাস্তার দশা বিপজ্জনক। তাছাড়া একটু দূরেই দামোদরের পাড়। ধস নামলে আবারও খালে জল ঢুকতে পারে।” স্থানীয় কাউন্সিলর গৌরি বিশ্বাস বলেন, “মনে হয় যে গ্যাস সংস্থা এলাকায় পাইপ লাইন বসিয়েছে তারাই ঠিকমতো কাজ করেনি। পুরসভার পক্ষ থেকে নিয়ে মাটি ভরাট করা নিয়ে তাদের সঙ্গে কথা বলা হবে।”
|
রাস্তা আটকে পণ্য ওঠানামা বন্ধ করার দাবি |
সকাল সাড়ে পাঁচটার পরে আসানসোল বাজার লাগোয়া জি টি রোডের উপরে পণ্যবাহী লরি দাঁড় করিয়ে জিনিসপত্র ওঠানামা বন্ধ করার দাবি তুলল আসানসোল ফিস মার্চেন্ট অ্যাসোসিয়েশন। মঙ্গলবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের কাছে একটি দাবিপত্রও দেন তাঁরা। সংগঠনের সম্পাদক মহম্মদ ইলিয়াসের অভিযোগ, সকাল ন’টা পর্যন্ত লরি দাঁড় করিয়ে জিনিস ওঠানামা চলে। ফলে জিটি রোডে চুড়ান্ত যানজটও তৈরি হয়। সমস্যায় পড়েন সাধারণ মানুষ, নিত্যযাত্রী থেকে পড়ুয়া সকলেই। তাঁদের দাবি, সকাল সাড়ে পাঁচটার মধ্যে লরি থেকে জিনিস ওঠানামা করা শেষ করতে হবে। তাহলেই সমস্যা মিটবে। পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
|
কালনায় অস্ত্র-সহ গ্রেফতার ৬ |
অস্ত্র-সহ ছ’জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার কালনার সিন্নোন মোড়ের ঘটনা। ধৃতদের নাম, সুভাষ বিশ্বাস, গফ্ফর মোল্লা, বিষ্ণুপদ সাহা, জাহির শেখ, আলাল শেখ ও প্রশান্তকুমার সাহা। এদের মধ্যে জাহির ও আলালের বাড়ি পূর্বস্থলীর লক্ষ্মীপুরে, প্রশান্তর বাড়ি মেমারির শ্রীধরপুরে, সুভাষের খড়দহে, বিষ্ণুপদর নবদ্বীপে এবং গফ্ফরের বাড়ি কালনার নসিপুরে। ধৃতদের কাছে থেকে ৩টে পাইপগান, ১০ রাউন্ড গুলি ও ২০টি বোমা উদ্ধার হয়েছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, সোমবার একটি গাড়িতে এসে কালনার সিন্নোন মোড়ে নামেন এই ছ’জন। তাদের ইতস্তত ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্থানীয় মানুষদের। তাঁরা জোর করে জিজ্ঞাসাবাদ করতে থাকায় এদের দু’জন পাইপগান বের করে বলে অভিযোগ। তখনই এলাকার মানুষ এদের ঘিরে ধরে মারধর করতে থাকেন। গণপিটুনিতে অসুস্থ হয়ে পড়লে এদের পাঁচ জনকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তিও করানো হয়। পুলিশের প্রাথমিক অনুমান, ডাকাতির উদ্দেশ্যেই এসেছিল এরা। মহকুমা পুলিশের এক আধিকারিক বলেন, “ধৃতদের নাম পরিচয় আসল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”
|
সকাল সাড়ে পাঁচটার পরে আসানসোল বাজার লাগোয়া জি টি রোডের উপরে পণ্যবাহী লরি দাঁড় করিয়ে জিনিসপত্র ওঠানামা বন্ধ করার দাবি তুলল আসানসোল ফিস মার্চেন্ট অ্যাসোসিয়েশন। মঙ্গলবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের কাছে একটি দাবিপত্রও দেন তাঁরা। সংগঠনের সম্পাদক মহম্মদ ইলিয়াসের অভিযোগ, সকাল ন’টা পর্যন্ত লরি দাঁড় করিয়ে জিনিস ওঠানামা চলে। চুড়ান্ত যানজটও তৈরি হয়। সমস্যায় পড়েন সাধারণ মানুষ, নিত্যযাত্রী থেকে পড়ুয়া সকলেই। তাঁদের দাবি, সকাল সাড়ে পাঁচটার মধ্যে লরি থেকে জিনিস ওঠানামা করা শেষ করতে হবে। পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
|
একটি নাগরিক কনভেনশন আয়োজিত হল আসানসোলকে জেলা সদর করার দাবিতে। সিটিজেনস ফোরাম নামের একটি কমিটি গড়ে নাগরিকদের দাবি নানা প্রশাসনিক স্তরে জানানোর কথা হয়। সভাপতি অসীম ঘটক জানান, নাগরিকদের স্বাক্ষর সম্বলিত দাবিপত্র মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।
|