জলপাইগুড়ি-হলদিবাড়ি রুটের বাস ধর্মঘটের জেরে নিত্যযাত্রীদের ভোগান্তি সোমবার পঞ্চম দিনে পড়ল। জলপাইগুড়ি শহরের ৩ নম্বর গুমটি পর্যন্ত বাস চলাচলের দাবিতে গত বৃহস্পতিবার ওই ধর্মঘটের ডাক দেন পরিবহণ কর্মীরা। একটানা ধর্মঘটের জেরে দুর্ভোগ বেড়ে চললেও সমস্যা সমাধানের উদ্যোগ না দেখে যাত্রী মহলেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ দিকে দাবি আদায়ে বাস কর্মীরা রিলে অনশনের হুমকি দেওয়ায় জটিলতা বেড়েছে। বাস শ্রমিক সংগ্রাম কমিটির সম্পাদক ইব্রাহিম মহম্মদ বলেন, “জলপাইগুড়ি শহরের বউ বাজারের বাসস্ট্যান্ড অপরিবর্তিত রেখে বাসগুলি ৩ নম্বর গুমটি পর্যন্ত চলতে দিতে হবে। ওই দাবি না মানা পর্যন্ত বাস বন্ধ থাকবে। কর্মীরা রিলে অনশনে বসবেন।” ওই ঘটনায় উদ্বিগ্ন জলপাইগুড়ির বিধায়ক সুখবিলাস বর্মা জেলাশাসকের সঙ্গে আলোচনার জন্য উদ্যোগী হয়েছেন। বিধায়ক বলেন, “দ্রুত সমস্যা সমাধানের জন্য জলপাইগুড়ির জেলাশাসকের সঙ্গে আলোচনায় বসব।” এ দিকে বাস কর্মীদের ধর্মঘট নিয়ে সোমবার জলপাইগুড়ি পুরসভার তরফে বৈঠক ডাকা হলেও চেয়ারম্যান মোহন বসু অসুস্থ থাকায় তা হয়নি। মোহনবাবু বলেন, “সুস্থ হয়ে প্রত্যেকের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করব।” কিন্তু সমস্যা সহজে মিটবে বলে নিত্যযাত্রীদের কেউ মনে করছেন না। কারণ, ইতিমধ্যে পান্ডাপাড়া নাগরিক কমিটি সিদ্ধান্ত নিয়েছে তাঁরা বাসগুলিকে ৩ নম্বর ঘুমটি পর্যন্ত যেতে দেবে না। যদিও বাস কর্মীদের সুরে নিত্যযাত্রীদের মুখপাত্র পার্থ বিশ্বাস বলেন, “জলপাইগুড়ি ও হলদিবাড়ি শহরের বাসিন্দারা মনে করেন ৩ নম্বর গুমটি পর্যন্ত বাসগুলি চলতে দেওয়া উচিত। এটা হলে হলদিবাড়ি ছাড়াও জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের বেরুবাড়ি সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা উপকৃত হবেন।” সমস্যার সমাধানের জন্য বিধায়কের দ্বারস্থ হয়েছে বাস মালিকদের সংগঠন নর্থ বেঙ্গল মোটর ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন। সংস্থার সম্পাদক অনুপ সিংহ বলেন, “জলপাইগুড়ির বিধায়ক সুখবিলাস বর্মার কাছে পরিস্থিতি জানানো হয়েছে সমস্যা সমাধানে তার হস্তক্ষেপ চাওয়া হয়েছে বাস কর্মীরা জানান, জলপাইগুড়ি পুরসভা হলদিবাড়ি বাসস্ট্যাণ্ড স্টেশন চত্বর থেকে সরিয়ে পাণ্ডাপাড়ার বৌ বাজার এলাকায় নিয়েছে। এর ফলে বাস ধরতে গিয়ে যাত্রীরা বিপাকে পড়ছেন। হলদিবাড়ির বাসিন্দাদের বৌ বাজারে নেমে রিকশা ভাড়া করে ৩ নম্বর গুমটিতে পৌছতে হচ্ছে। ওই সমস্যার কারণে যাত্রী সংখ্যাও কমেছে। এর পরেই তাঁরা ৩ নম্বর গুমটি পর্যন্ত বাস চালানোর অনুমতি চেয়ে আন্দোলনে নামেন। বাস শ্রমিক সংগ্রাম কমিটির আন্দোলনের পাশে দাঁড়িয়েছে হলদিবাড়ি নাগরিক মঞ্চ। হলদিবাড়ি পুরসভার তরফেও সমস্যা সমাধানের জন্য জলপাইগুড়ি পুরসভা কর্তাদের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। হলদিবাড়ি পুর চেয়ারম্যান গৌরাঙ্গ নাগ বলেন, “জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানের কাছে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আবেদন করেছি।” |