আশা জাগিয়ে ডাচদের
কাছে হকিতে হার
নেদারল্যান্ডস-৩ (হর্স্ট, রডরিক, উইর্ডেন)
ভারত-২ (ধরমবীর, শিবেন্দ্র)
লিম্পিক হকিতে ভারতের পুনরাবির্ভাব আট বছর পর। আর শুরুতেই বিশ্বর্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা নেদারল্যান্ডস। তবু ম্যাচের ফলে সেটা প্রকাশ পাচ্ছে না। কারণ, অসম্ভবকে সম্ভব করার প্রবল ইচ্ছা চেপে বসেছিল সর্দার-সন্দীপদের। বিশেষ করে দ্বিতীয়ার্ধে। গ্রুপ ‘বি’-তে ০-২ পিছিয়ে থেকে ২-২ করেও যদিও শেষ রক্ষা হল না।
ডাচদের বিরুদ্ধে প্রথম সাত মিনিট ভালই আক্রমণ চালালেন শিবেন্দ্র-সুনীলরা। পাঁচ মিনিটেই তাঁরা আদায় করেনিলেন পেনাল্টি কর্নার। রিভারব্যাঙ্ক অ্যারেনায় বসা ভারতীয়রা সবাই তখন ড্র্যাগ-ফ্লিক বিশেষজ্ঞ সন্দীপ সিংহকে খুঁজছেন। কিন্তু কোথায় তিনি? রোটেশনাল পরিবর্তের নিয়মে সন্দীপ তখন বেঞ্চে। পেনাল্টি কর্নার নিলেন রঘুনাথ। গোল এল না।
তার কিছু পরেই ম্যাচটা চলে গেল ডাচদের দখলে। হকি ফিল্ড জুড়ে তখন শুধু কমলা দৌড়। ডাচদের পাসিং, তীব্র গতির আক্রমণ ঠেকাতে তখন হিমশিম খাচ্ছেন ভারতীয় ডিফেন্ডাররা। মাঝখানে অনেকখানি ফাঁকা জমি রেখে ফেলছিলেন সর্দার সিংহরা। আর ডাচরা সেই সুযোগটা নিচ্ছিল পুরো মাত্রায়। কয়েক মিনিটের মধ্যে দু’টো অসাধারণ গোল বাঁচান ভরত ছেত্রী। বিরতির পরও গোলের নীচে শিলিগুড়ির ছেলের ভূমিকা ছিল পরিত্রাতার।
ভরত ছেত্রীর অনেক সেভের একটি। ছবি: রয়টার্স
ম্যাচের ২০ মিনিটে রবার্ট ফান ডার হর্স্টের প্রথম গোলটায় ছিল দুর্দান্ত দক্ষতার ছাপ। বেশ খানিকটা দৌড়ে দূর থেকে শট নিয়েছিলেন। ভরতের পায়ে লেগে তা গোলে ঢোকে। বিরতির মিনিট সাতেক আগে ডাচরা এগিয়ে যায় ২-০। এ বার ইউস্তফ রডরিকের পেনাল্টি কর্নারে।
ভারত লড়াইয়ে ফেরে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে ডাচ রক্ষণ ভাঙতেই পারছিলেন না শিবেন্দ্র-সুনীলরা। এ বার খেলা ঘোরাতে শুরু করলেন সর্দার-উত্থাপারা। তিন মিনিটের মধ্যে ২-২ করে ফেলে ভারত। প্রথমটা ছিল ধরমবীর সিংহের ফিল্ড গোল। পরেরটা শিবেন্দ্র সিংহের। কিন্তু ম্যাচের তখনও প্রায় ২৩ মিনিট বাকি। আর কমলা রং ফের উজ্জ্বল হয়ে উঠল। মিনিট তিনেক পরেই ৩-২ এগিয়ে যায় নেদারল্যান্ডস। পেনাল্টি কর্নার থেকে গোল করেন ফান ডার উইর্ডেন। ভরতের কয়েকটা অসাধারণ সেভ না থাকলে অবশ্য স্কোরলাইন এতটা লড়াকু দেখাত না। ১ অগস্ট নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরের ম্যাচ সন্দীপদের। যারা এ দিন কোরিয়ার কাছে ০-২ হারল। এ দিকে গ্রুপ ‘এ’-তে পাকিস্তান ১-১ ড্র করল স্পেনের সঙ্গে।

দেশ মোট
চিন ১৬
যুক্তরাষ্ট্র ১৬
ফ্রান্স
ইতালি
দক্ষিণ কোরিয়া
ভারত ()

*তৃতীয় দিন রাত একটা পর্যন্ত




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.