গুলিতে ব্যবসায়ী খুন, জখম সঙ্গী কর্মচারীও |
দোকান থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে প্রাণ হারালেন এক ব্যবসায়ী। নিহত রাধেশ্যাম গুপ্ত (৬৬)-র বাড়ি খড়্গপুর শহরের খরিদায়। গুলিবিদ্ধ হয়েছেন তাঁর সঙ্গী বিট্টু সাহু নামে এক যুবকও। তিনি এখন কলকাতার এক হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার রাতে রাজ্য পুলিশের ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ) লক্ষ্মীনারায়ণ মিনার বাংলোর অদূরেই ঘটনাটি ঘটে। সোমবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হবে বলে মনে করছে পুলিশ। ডিআইজি বলেন, “তদন্ত চলছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।” খুনে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে আজ, মঙ্গলবার খড়্গপুর শহরে ১২ ঘণ্টার ব্যবসা বন্ধের ডাক দিয়েছে চেম্বার অফ কমার্স। |
খড়্গপুরের গোলবাজারে দোকান আছে রাধেশ্যামের। তিনি চাল-ডালের পাইকারি ব্যবসা করতেন। রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ দোকান থেকে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। গাড়ি চালাচ্ছিলেন বিট্টু। এই যুবক তাঁর দোকানের কর্মচারী। ডিআইজি বাংলোর পাশে কয়েকজন দুষ্কৃতীরা তাঁদের ঘিরে ধরে। ভারী কিছু দিয়ে আঘাত করায় দু’জনেই পড়ে যান। এরপর তাঁদের লক্ষ করে গুলি ছোড়া হয়। চপার জাতীয় কিছু দিয়ে আঘাতও করা হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান রাধেশ্যাম। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বিট্টুকে প্রথমে খড়্গপুর মহকুমা হাসপাতাল, সেখান থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গভীর রাতে কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। দুষ্কৃতীরা মোটর সাইকেলটিও নিয়ে যায়। সোমবার সকালে গেটবাজারের এক বস্তির পাশ থেকে অবশ্য গাড়িটি উদ্ধার করেছে পুলিশ।
কিন্তু কেন এই খুন?
ঘটনার তদন্তে নেমে এখনও নির্দিষ্ট কোনও সূত্রে পৌঁছতে পারেনি পুলিশ। পুলিশের একাংশের ধারনা, ছিনতাই করাই উদ্দেশ্য ছিল দুষ্কৃতীদে। রাধেশ্যামবাবুদের কাছে প্রায় দেড় লক্ষ টাকা ছিল। টাকা রাখা ছিল মোটর সাইকেলের বাক্সে। অনুমান, টাকা ছিনতাই করতেই দুষ্কৃতীরা পিছু নেয়। ‘অপারেশনে’র পর গাড়িটিও সেই জন্যই নিয়ে যায় তারা। একাংশ পুলিশ অবশ্য মনে করছে, ঘটনার পিছনে পারিবারিক বিবাদ বা ব্যবসায়িক শত্রুতা থাকতে পারে। ইতিমধ্যে রাধেশ্যামবাবুর পরিবারের লোকজন-সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের বক্তব্য, এমন ক্ষেত্রে তদন্তের শুরুতেই কিনারা করা যায় না। কিছুটা সময় লাগে। প্রথমে কিছু সূত্র ধরে তদন্ত এগোতে হয়। এ ক্ষেত্রেও কিছু সূত্র উঠে এসেছে।
খুনে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে আজ, মঙ্গলবার খড়্গপুর শহরে ১২ ঘন্টার ব্যবসা বন্ধের ডাক দিয়েছে চেম্বার অফ কমার্স। চেম্বার অব কমার্সের সভাপতি আলো সিংহ বলেন, “আমরা শঙ্কিত। ডিআইজির বাংলোর সামনে এমন ঘটনা ভাবা যায় না।” |