বিশ্ব জুড়ে অধ্যাপক
খুঁজছে প্রেসিডেন্সি
পাঁচ বিখ্যাত বাংলার মানুষের নামে ‘চেয়ার প্রফেসর’-এর পদে বিশিষ্ট অধ্যাপক পেতে দেশে তো বটেই, আন্তর্জাতিক স্তরেও খোঁজ চালাবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। দেশের মধ্যে বিভিন্ন পত্রপত্রিকার সঙ্গে সঙ্গে ‘টাইমস হায়ার এডুকেশন সাপ্লিমেন্ট’, ‘ক্রনিকল অফ হায়ার এডুকেশন’ এবং ‘নেচার’-এর মতো নামী আন্তর্জাতিক জার্নালে বিজ্ঞাপন দেবেন বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ।
প্রেসিডেন্সির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু এবং কাজী নজরুল ইসলামের নামে পাঁচটি বিশিষ্ট অধ্যাপক-পদ সৃষ্টি করেছে রাজ্য সরকার। ওই বিশ্ববিদ্যালয়ের মেন্টর গ্রুপের চেয়ারম্যান সুগত বসু সোমবার জানান, দেশের মধ্যে তো বটেই, ওই পদগুলির জন্য যোগ্য অধ্যাপকের খোঁজ চলবে দুনিয়া জুড়েই। সেই কারণে দেশের পাশাপাশি আন্তর্জাতিক স্তরের তিনটি নামী জার্নালে বিজ্ঞাপন দিয়ে আবেদনপত্র চাওয়া হবে। একই সঙ্গে খোঁজ চালাবেন মেন্টর গ্রুপের সদস্য এবং দেশ-বিদেশে ছড়িয়ে থাকা প্রেসিডেন্সির বিশিষ্ট প্রাক্তনীরাও।
টাইমস হায়ার এডুকেশন সাপ্লিমেন্ট প্রকাশিত হয় লন্ডন থেকে, আর ওয়াশিংটন থেকে ক্রনিকল অফ হায়ার এডুকেশন। বিজ্ঞানজগতের বিশিষ্ট পত্রিকা নেচার-ও প্রকাশিত হয় লন্ডন থেকে। উচ্চশিক্ষার আন্তর্জাতিক মানচিত্রে এগুলি একই সঙ্গে জনপ্রিয় এবং স্বীকৃত পত্রপত্রিকা। বিশিষ্ট অধ্যাপক চেয়ে এ-সব পত্রিকায় বিজ্ঞাপন দিলে আশানুরূপ সাড়া মিলতে পারে বলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ মনে করছেন। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মালবিকা সরকার জানান, ওই পাঁচটি পদে বিশিষ্ট অধ্যাপকেরা মাসে ৭৪ হাজার টাকা বেতন ছাড়াও বেশ কিছু ভাতা পাবেন। গবেষণা ও বিভিন্ন প্রকল্পের জন্য তাঁদের বছরে চার লক্ষ টাকা দেওয়া হবে। কিন্তু তাঁদের উপযুক্ত মর্যাদা দিতে হলে বেশি সাম্মানিক দেওয়া প্রয়োজন। বাড়তি সেই টাকা দেওয়া হবে উপাচার্যের তহবিল থেকে। উপাচার্যের তহবিলে দানের জন্য সকলের উদ্দেশে আবেদন জানাবে বিশ্ববিদ্যালয়। এই তহবিলের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ছাড়াও বাইরের লোকজনের কাছে আবেদন করা হবে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.