বিপিএল পরিবার ও অন্ত্যোদয় যোজনার ৪৫০০ কুইন্টাল গম পৌঁছনোর কথা ছিল রাজ্যের রেশন দোকানে। শনিবার দুপুরে বজবজের এফসিআই গুদাম থেকে ওই গমই জাহাজে করে পাচার হয়ে যাচ্ছিল বাংলাদেশে। খবর পেয়ে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পক্ষ থেকে ওই গম বাজেয়াপ্ত করা হয়েছে। জাহাজের পাইলটকে গ্রেফতার করেছে তারা। আটক হয়েছে ৩৬টি ট্রাক। ওই সব ট্রাকে চাপিয়েই এফসিআই গুদাম থেকে বন্দরে গম নিয়ে আসা হচ্ছিল। ট্রাকের চালক ও খালাসি মিলিয়ে ধরা পড়েছে ১৩ জন।
এফসিআই-এর গুদাম থেকে যে ভাবে গম সরানোর কাজ চলছিল, তা ভাবাচ্ছে গোয়েন্দাদের। এই ঘটনায় ওই দফতরের কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের অনুমান, কর্মীদের একাংশের সঙ্গে পাচারকারীদের যোগসাজশ ছাড়া দিনেদুপুরে এ ধরনের ঘটনা কোনও মতেই সম্ভব নয়। পুলিশের পাশাপাশি নড়েচড়ে বসেছে রাজ্যের খাদ্য দফতরও। বাংলাদেশে গম পাচার নিয়ে বিস্তারিত তদন্তের জন্য খাদ্য কমিশনার এস এম বাবা-র নেতৃত্বে একটি কমিটি গঠনের কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রয় মল্লিক। তিনি বলেন, “কলকাতার যে তিনটি ফ্লাওয়ার মিল এই গম পাচারে যুক্ত বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চার বছর আগেও তাদের বিরুদ্ধে একই রকম অভিযোগ উঠেছিল। তাই তদন্ত কমিটি ওই অভিযোগও খতিয়ে দেখবে।” সাম্প্রতিক কালের মধ্যে আরও কয়েক বার জাহাজ বোঝাই করে গরিবের গম পাচার হয়েছে কি না, হলে কত বার, পুলিশ এখন সে সবও খতিয়ে দেখছে। ওই ময়দা কলগুলিকে এ দিনই কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। |
বিপিএলের গম ভেঙে আটা করার জন্য এই বছরে গোটা রাজ্যে দু’লক্ষ মেট্রিক টন গম বরাদ্দ হয়েছে। মিলে আটা করার জন্য ওই গম দেয় খাদ্য দফতর। খাদ্য দফতরের বরাদ্দের চিঠি দেখিয়ে এর পরে মিলগুলি এফসিআইয়ের গুদাম থেকে গম তোলে। এ ক্ষেত্রেও অভিযুক্ত তিনটি মিল খাদ্য দফতরের নির্দেশ দেখিয়ে লরিতে গম তোলে এফসিআই গুদাম থেকে। তদন্তে পুলিশ জেনেছে, তাদের গম তোলার কথা ছিল শুক্রবার। তা না করে তারা শনিবার গুদাম থেকে মাল তুলে সরাসরি বন্দরে নিয়ে যাচ্ছিল।
পুলিশ জানায়, জাহাজের পাইলটের নাম আনাউল আলম। তিনি বাংলাদেশের নাগরিক। প্রাথমিক তদন্তে গোয়েন্দারা জেনেছেন, খুলনার মঙ্গলা বন্দরে ওই গম নামানোর কথা ছিল। বজবজের গুদাম থেকে শুক্রবার রাতে শুরু হয়েছিল গম সরানোর কাজ। ট্রাকে করে গম নিয়ে যাওয়া হচ্ছিল দক্ষিণ বন্দর থানার ৬ নম্বর জেটিতে। সেখানেই দাঁড়িয়ে ছিল ‘আল খান জাহান আলি ২’ নামে ওই ছোট জাহাজটি। এ দিন পুলিশ যখন ওই জেটিতে অভিযান চালায় তখন পুরো দমে চলছিল গম তোলার কাজ। ধরা না পড়লে এ দিনই পাড়ি দিত গম বোঝাই ওই জাহাজ। |