অলিম্পিকের শুরুতেই বড়সড় ধাক্কা খেলেন মাইকেল ফেল্পস। হালফিলে তাঁর পয়লা প্রতিদ্বন্দ্বী রায়ান লখটের কাছে হেরে যেতে হল তাঁকে। সাঁতারে চারশো মিটার মেডলিতে ফেল্পস চতুর্থ হলেন। সোনা দূরস্থান, কোনও পদকই এল না। উল্টে দেখতে হল তাঁরই স্বদেশী লখটে সোনা নিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, পরপর তিনটে অলিম্পিকে একই ইভেন্ট থেকে সোনা জয়ের হ্যাটট্রিকও হাতছাড়া হল কিংবদন্তি মার্কিন সাঁতারুর।
লখটের সময় এ দিন ছিল ৪:০৭:০৬। ফেল্পসের সময় সেখানে ৪:০৭:.৮৯। মেডলিতে দ্বিতীয় হলেন ব্রাজিলের থিয়াগো পেরেরা। তিনে জাপানের কোসুকে হাগিনো। এটাই লখটের প্রথম অলিম্পিক সোনা। আট ফাইনালিস্টের মধ্যে হিটে কোসুকেই সেরা ছিলেন। সেখানে ১৪টি অলিম্পিক সোনার মালিক ফেল্পসের সময় ছিল সবচেয়ে খারাপ। তবে ফেল্পসের আশা এখনই শেষ হচ্ছে না। পদক জয়ের সম্ভাবনা অন্যান্য বিভাগ থেকেও আছে। |
সাঁতারের লড়াই অঘটন দিয়ে শুরু হলেও অলিম্পিকে চিনের শুরুটা একেবারে প্রত্যাশিত। প্রথম দিনই তিনটে সোনা। তার উপর মেয়েদের চারশো মিটার মেডলিতে বিশ্বরেকর্ড-সহ সোনা পেলেন শিউয়েন ইয়ে। তাঁর সময় ৪:২৮:৪৩। লন্ডনে প্রথম সোনার পদক জয়ের গৌরবও অর্জন করলেন চিনের মহিলা শ্যুটার ইয়েই সিলিং। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে বিশ্বের এক নম্বর চিনা শ্যুটার সোনা জেতেন ৫০২.৯ পয়েন্ট করে। দু’বছর আগে মিউনিখে বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপেও এই ইভেন্টে সিলিং প্রথম হয়েছিলেন। তবে এ দিন রুপো জয়ী পোল্যান্ডের বোগাকা-র সঙ্গে তীব্র লড়াই হয়েছে চিনা শ্যুটারের। মাত্র ০.৭ পয়েন্টে এগিয়ে সোনা জেতেন তিনি। ব্রোঞ্জ পদকও গেছে চিনের ঘরে। জেতেন ইউ ডান। বেজিং অলিম্পিকের সোনা জয়ী চেক প্রজাতন্ত্রের ক্যাটেরিনা এমন্স এ বার ব্যর্থ। চতুর্থ হয়ে খালি হাতে শ্যুটিং রেঞ্জ ছাড়েন।
তিরন্দাজিতেও এ দিন অঘটন ঘটে গেল। ফেভারিট দক্ষিণ কোরিয়া ফাইনালেই উঠতে পারল না। ফাইনালে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সোনা জিতল ইতালি। দক্ষিণ কোরিয়াকে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হল।
এ দিকে, টেনিসে পুরষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে কলোম্বিয়ার আলেজান্দ্রো ফাল্লাকে হারালেন রজার ফেডেরার। |