শুধু নতুন মরসুমের জার্সি উদ্বোধনই নয়, মোহনবাগান ফুটবলারদের জার্সিও পরিয়ে দেবেন রুদ গুলিত। বিশ্ব ফুটবলের মহা-তারকা যখন সন্তোষ কাশ্যপ অ্যান্ড কোম্পানিকে সবুজ-মেরুন জার্সি পরাবেন তখন বাবুল সুপ্রিয় গাইবেন, “আমাদের সূর্য মেরুন........।”
ব্রিটিশদের হারিয়ে ঐতিহাসিক আই এফ এ শিল্ড জয়ের স্মৃতি উসকে দিতে প্রতি বছরই ২৯ জুলাই মোহনবাগান দিবস পালন করেন ক্লাব কর্তারা। প্রতি বারই কিছু না কিছু চমক থাকে। আজ রবিবারের সন্ধ্যায় চমক দুটো। ডাচ তারকা রুদ গুলিত এবং প্রখ্যাত গায়ক বাবুল সুপ্রিয়র ডিজাইন করা জার্সি উদ্বোধন। প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের জার্সি ঔজ্জ্বল্য ছড়ায় বলে যে ‘মিথ’ ময়দানে রয়েছে, তাকে হয়তো টেক্কা দেবে এ বারের নতুন জার্সি। কোনাকুনি ভাবে সবুজ এবং মেরুন ভাগ করা, মাঝে চওড়া সাদা বর্ডার। বুকে ক্লাবের লোগো এবং স্পনসরের নাম। ক্লাব কর্তারা ঠিক করেছেন আপাতত এয়ারলাইন্স কাপ এবং কলকাতা লিগে এটা পরেই খেলবেন ওডাফারা। |
আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এ বারও প্রথা মেনে দেওয়া হবে মোহনবাগান রত্ন। রত্ন নিতে প্রয়াত জার্নেল সিংহের তিন মেয়ে ও জামাই আসছেন। পাশাপাশি রাজ্যের সেরা খেলোয়াড়ের জন্য চালু হচ্ছে শৈলেন মান্না স্মৃতি পুরস্কার। সেটা কাকে দেওয়া হবে তা ঘোষণা হয়নি। জানানো হয়নি ঘরোয়া লিগের চারটি ট্রফি পাওয়া ক্রিকেট দলের মধ্যে থেকে কাকে বাছা হবে সেরা। সচিব অঞ্জন মিত্র বললেন, “কাল মঞ্চের জন্য এই চমকটা আমরা রাখছি।” করুণা ভট্টাচার্য স্মৃতি পুরস্কার পাচ্ছেন রহিম নবি। লিগ জয়ী ক্লাবের নার্সারি ও ক্রিকেট দলকেও দেওয়া হবে সংবর্ধনা। মঞ্চে প্রাক্তন ফুটবলারদের মধ্যে শুধু থাকবেন চুনী গোস্বামী ও প্রদীপ বন্দ্যোপাধ্যায়। সুব্রত ভট্টাচার্য, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ চট্টোপাধ্যায় এবং ব্যারেটোকে আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। মূল অনুষ্ঠানের পর বাবুল সুপ্রিয় ছাড়া গান গাইবেন উষা উত্থুপ। |