টোলগেকে নিয়ে বিতর্কের মাঝেই শনিবার মরসুমের প্রথম প্রদর্শনী ম্যাচ খেলে ফেলল ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ বনগাঁ মহকুমা একাদশ। বনগাঁ স্টেডিয়ামে আয়োজিত ওই ম্যাচে ইস্টবেঙ্গল জিতল ৩-১ গোলে। বনগাঁ পুরসভার উদ্যোগে এবং মহকুমা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ওই ম্যাচ হয়। খেলা শুরুর ২ মিনিটের মাথায় গোল হজম করে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। তাদের জালে বল জড়িয়ে দেন বনগাঁর সৌমেন মজুমদার। প্রথমার্ধেই রবিন সিংহ গোল শোধ করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন বলজিৎ সিংহ সাইনি। ম্যাচ শেষ হওয়ার ৬ মিনিট আগে ব্যবধান বাড়ান লেন। পেন ওরজি, রবিন সিংহ, মেহতাব, সঞ্জু প্রধান-সহ কার্যত পূর্ণ শক্তির দল নামালেও ইস্টবেঙ্গলের খেলা মনে ধরেনি দর্শকের। তবে ছেলেদের খেলায় খুশি কোচ ট্রেভর জেমস মর্গান। খেলা শেষে ইস্টবেঙ্গলের বিদেশী কোচ বলেন, “প্রত্যেকটি খেলোয়াড় যে মনোভাব দেখিয়েছে, তা অসাধারণ। আমি সন্তুষ্ট।” জাতীয় লিগের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে মর্গানের জবাব, “মাত্র আড়াই সপ্তাহ অনুশীলন শুরু করেছি। একটা মাত্র ম্যাচ খেললাম। এখনও অনেক দূর যেতে হবে। চোটহীন থাকতে হবে ছেলেদের।” ইস্টবেঙ্গল খেলোয়াড়-কর্মকর্তাদের ইলিশ মাছ তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের তরফে।
|
ক্যালকাটা চেস ফোরাম করছে প্রথম ইন্ডিপেন্ডেন্স কাপ ওপেন র্যাপিড দাবা। ৪ ও ৫ অগস্ট টুর্নামেন্ট হবে ল্যান্সডাউন পদ্মপুকুরের তেরাপন্থ ভবনে। মোট পুরস্কার মূল্য ৪০ হাজার টাকা। |