রাজ্য জুনিয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মেয়েদের অনুর্ধ্ব-১৯ ও অনুর্ধ্ব-১৭ বিভাগে জোড়া খেতাব জিতলেন হলদিয়ার ঋতুপর্ণা দাস। শনিবার জলপাইগুড়ির মিনি-ইন্ডোর স্টেডিয়ামে অনুর্ধ্ব-১৯ ফাইনালে ঋতুপর্ণা মধ্য কলকাতার রিয়া মুখোপাধ্যায়কে হারান ২১-১৮, ২১-১৫ পয়েন্টে। অনুর্ধ্ব-১৭ বিভাগের ফাইনালে পশ্চিম কলকাতার অনুরিয়া দাসকে হারান ২১-১১, ২১-৯ পয়েন্টে। অনুর্ধ্ব-১৭ বিভাগে বর্তমানে দেশেরও এক-নম্বর ঋতুপর্ণাই। অনুর্ধ্ব-১৯ বিভাগে সর্বভারতীয় স্তরে তাঁর র্যাঙ্কিং এখন ৪। দেশের সর্বকালের অন্যতম সেরা ব্যাডমিন্টন তারকা পুল্লেলা গোপীচন্দের হায়দরাবাদের অ্যাকাডেমিতে ইদানীং প্রশিক্ষণ নিচ্ছেন হলদিয়ার মেয়েটি। এই অ্যাকাডেমিরই ছাত্রী সাইনা নেহওয়াল এই মুহূর্তে লন্ডন অলিম্পিকে পদকের জন্য লড়ছেন। সাইনার পরে ঋতুপর্ণাকেই দেশের সেরা মেয়ে ব্যাডমিন্টন প্রতিভা বলেও অনেকে মনে করছেন।
জলপাইগুড়িতে রাজ্যস্তরের প্রতিযোগিতায় ছেলেদের অনুর্ধ্ব-১৯ বিভাগে সেরা হয়েছেন পশ্চিম কলকাতার পল্লব বসু। ফাইনালে তিনি উত্তর চব্বিশ পরগনার ত্রিনাঙ্কুর নাগকে ২১-১৪, ২১-১২ পয়েন্টে হারিয়েছেন। অনুর্ধ্ব-১৯ (ছেলে) ডাবলসে আবার পল্লব-ত্রিনাঙ্কুর জুটি হিসাবে হারিয়েছেন কলকাতার রাজদীপ মিত্র-সৌভিক ঘোষকে।
ছেলেদের অনুর্ধ্ব-১৭ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন উত্তর চব্বিশ পরগনার সৌভিক ঘোষ। সৌভিক ২১-১৪, ২১-১৯ পয়েন্টে পশ্চিম কলকাতার ময়ূখ ঘোষকে হারিয়েছেন। অনুধ্বর্র্-১৭ (ছেলে) ডাবলসে চ্যাম্পিয়ন পশ্চিম কলকাতার অরিণতপ দাশগুপ্ত-ময়ূখ ঘোষ জুটি। ফাইনালে তাদের কাছে হেরে যায় উত্তর দিনাজপুরের দেবর্ষি চক্রবর্তী-স্নেহাশিস ঘোষ জুটি।
সাবজুনিয়র অনুধ্বর্র্-১৫ ছেলে এবং মেয়েদের বিভাগে সেরা যথাক্রমে অরিণতপ দাশগুপ্ত এবং রিয়া মুখ্যপাধ্যায়। অরিণতপের কাছে ২১-১২, ২১-৬ পয়েন্টে ফাইনালে হেরে যায় জলপাইগুড়ির সৌরভ যোশী। অনুর্ধ্ব-১৫ ছেলেদের ডাবলসে অবশ্য চ্যাম্পিয়ন হয়েছে জলপাইগুড়িরই প্রসেনজিৎ দে-ভাঙ্কর প্রকাশ জুটি। তারা হারিয়েছে জলপাইগুড়িরই অন্য জুটি সৌরভ-শুভম প্রসাদকে।
অনুর্ধ্ব-১৩ সাবজুনিয়র ছেলে এবং মেয়েদের বিভাগে সেরা উত্তর দিনাজপুরের সুরজ চক্রবর্তী এবং হুগলির রিয়া ঘোষ। এই বিভাগে ছেলেদের ডাবলসে সুরজ-শৌর্য জুটি চ্যাম্পিয়ন হয়েছে। ২৪-২৮ জুলাই রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সহযোগিতায় প্রতিযোগিতার আয়োজন করেছিল জলপাইগুড়ি ইন্ডোর-গেমস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। |