টুকরো খবর |
আদ্রায় কয়লা পাঠাতে রাজি জয়সওয়াল |
অনমিত্র সেনগুপ্ত • নয়াদিল্লি |
জল সমস্যা মিটেছিল আগেই। এ বার পুরুলিয়ার আদ্রা তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য প্রয়োজনীয় কয়লা দেওয়ার প্রতিশ্রুতি দিল কয়লামন্ত্রক। এখন কেবল প্রয়োজন পরিবেশমন্ত্রকের ছাড়পত্র। সেই বিষয়ে শীঘ্রই উদ্যোগী হবে রেল। প্রায় দু’বছর আগে আদ্রায় রেল ও এনটিপিসি-র যৌথ তাপবিদ্যুৎ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৩২০ মেগাওয়াটের ওই প্রকল্প চালু রাখতে বছরে প্রায় ৬৮ লক্ষ টন কয়লার দরকার। এই বিষয়ে মাস দুয়েক আগে কয়লামন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়ালের দ্বারস্থ হয়েছিলেন রেলমন্ত্রী মুকুল রায়। শেষ পর্যন্ত মঙ্গলবার কয়লা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জয়সওয়াল। বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা সময়ে পৌঁছতে অতিরিক্ত ওয়াগন চেয়ে মঙ্গলবার মুকুলবাবুর সঙ্গে দেখা করেন কয়লামন্ত্রী। সেই দাবি মেনে নিয়েছে রেল। পাশাপাশি ওই বৈঠকে ফের আদ্রা প্রকল্পের জন্য কয়লার প্রয়োজনীয়তার কথা জয়সওয়ালকে জানানো হয়। মন্ত্রক সূত্রের খবর, বৈঠকে মুকুলবাবু কয়লামন্ত্রীকে আদ্রা প্রকল্পের গুরুত্ব বোঝান। তিনি জানান, রেলের নিজস্ব বিদ্যুৎ প্রকল্প থাকলে আর্থিক সাশ্রয় হবে। আদ্রা প্রকল্প বাস্তবায়িত হলে রেলের বছরে প্রায় ৯৬৭ কোটি টাকা সাশ্রয় হওয়ার কথা। বাড়তি বিদ্যুৎ পুরুলিয়ার মতো পিছিয়ে থাকা জেলায় জোগান দেওয়া সম্ভব হবে। কয়লামন্ত্রী বলেছেন, “আদ্রা প্রকল্পের জন্য কয়লার কোনও অভাব হবে না। মুকুলবাবুকে তা জানিয়ে দিয়েছি।”
|
বধূ নির্যাতনের নালিশ, গ্রেফতার ৩ |
নিজস্ব সংবাদদাতা • রানিবাঁধ |
মারধর করে শ্বশুরবাড়ি থেকে এক বধূকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। রানিবাঁধ থানার বনশোল গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, সুজলা মাহাতো নামে এক বধূ বৃহস্পতিবার থানায় তাঁর স্বামী-সহ পাঁচজনের বিরুদ্ধে তাঁকে মারধর করে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই বধূর স্বামী বাবলু মাহাতো, শ্বশুর চন্দ্রমোহন মাহাতো ও শাশুড়ি রানি মাহাতোকে গ্রেফতার করে। শুক্রবার ধৃতদের খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ জানায়, সুজলাদেবী তাদের কাছে অভিযোগে জানিয়েছেন প্রায় চার বছর আগে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকে অতিরিক্ত পণের দাবিতে তাঁর উপর অত্যাচার করছেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। বুধবার তাঁকে মারধর করে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়।
|
বিদ্যুৎ নিয়ে দাবি পাত্রসায়রে |
নিজস্ব সংবাদদাতা • পাত্রসায়র |
দেড় মাস ধরে বিকল থাকা ট্রান্সফর্মার মেরামতির দাবিতে বৃহস্পতিবার বিষ্ণুপুরে বিদ্যুৎ দফতরে দাবি জানালেন পাত্রসায়রের বামিরা গ্রামের উত্তরপাড়ার বাসিন্দারা। তাঁদের ক্ষোভ, জুন মাসের গোড়ায় ট্রান্সফর্মারটি পুড়ে যায়। প্রায় ৪০০ বাড়ি বিদ্যুৎহীন। গ্রামের বাসিন্দা, তৃণমূলের পাত্রসায়র ব্লক সহ-সভাপতি নব পালের অভিযোগ, “নতুন ট্রান্সফর্মার চেয়ে গ্রামবাসীরা লিখিত আবেদন করেছেন। তারপরেও টালবাহনা করা হচ্ছে।” বিদ্যুৎ দফতরের ডিভিশনাল ম্যানেজার (বিষ্ণুপুর) চন্দ্রশেখর সেনগুপ্তের আশ্বাস, “শীঘ্রই নতুন ট্রান্সফর্মার বসানো হবে।”
|
|
আলবাঁধা মাঠে...। পুরুলিয়ার হুড়ায় চলছে
ধান রোপণ। ছবি: প্রদীপ মাহাতো। |
|
গ্রেফতার দুই |
নিজস্ব সংবাদদাতা • হুড়া |
এক বধূর শ্লীলতাহানির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম প্রদীপ রজক ও পিন্টু সেন। দু’জনেই হুড়ার বাসিন্দা। কয়েকদিন আগে ওই দুই যুবক এক তরুণী বধূর শ্লীলতাহানি করে বলে ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তাঁদের গ্রেফতার করা হয়। শুক্রবার তাঁদের আদালতে হাজির করা হলে বিচারক ধৃতদের জেল হাজতে পাঠান।
|
আর্থিক সহায়তা |
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
মাওবাদী হানায় নিহতদের নিকট আত্মীয়দের হাতে ১ লক্ষ টাকা করে ‘চেক’ তুলে দিল পুরুলিয়া প্রশাসন। শুক্রবার বলরামপুর, বান্দোয়ান ও আড়শা থানা এলাকায় ২০১০-এর এপ্রিল মাসের আগে খুন হওয়া ৯ জনের নিকট আত্মীয়দের রাজ্য সরকারের সাহায্য দেওয়া হয়। ছিলেন পুলিশ সুপার সি সুধাকর প্রমুখ। নিহতেরা হলেন বলরামপুরের অমূল্য মণ্ডল, ভরত হেমব্রম, আড়শার হৃষিকেশ কুমার, কাশীনাথ কুমার, শ্রীকান্ত মাহাতো ও বান্দোয়ানের অসিতবরণ মণ্ডল, ধনু রজক, গণপতি ভদ্র এবং মহেন্দ্র মাহাতো।
|
গ্রেফতার যুবক |
নিজস্ব সংবাদদাতা • ইঁদপুর |
সাইকেল চুরি চক্রে যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল ইঁদপুর থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি সাইকেল। পুলিশ জানিয়েছে, ধৃত রুবন মুখোপাধ্যায়ের বাড়ি পুঞ্চার বিসপুরিয়া গ্রামে। ইঁদপুরের জোড়দা থেকে বৃহস্পতিবার তাঁকে ধরা হয়। তাঁকে জেরা করে পুঞ্চার ধাদকি থেকে আরও ৬টি সাইকেল উদ্ধার হয়। শুক্রবার তাঁকে খাতড়া আদালতে হাজির করানো হয়।
|
খাতড়ায় অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • খাতড়া |
পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধি-সহ কয়েক দফা দাবিতে শুক্রবার খাতড়ার পাম্পমোড়ে, বাঁকুড়া-রানিবাঁধ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন সিপিএমের কর্মী-সমর্থকেরা। বেলা সাড়ে ১১টা থেকে আধঘন্টা অবরোধ চলায় রাস্তায় কিছু ক্ষণ যানজট হয়।
|
ভাষাকর্মীর প্রয়াণ |
নিজস্ব সংবাদদাতা • বান্দোয়ান |
পুরুলিয়ার বঙ্গভুক্তি আন্দোলনের অন্যতম কর্মী সুধন্যা মাহাতোর মৃত্যু হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। বৃহস্পতিবার রাতে বান্দোয়ানের মধুপুরে তাঁর মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই আন্দোলনে জড়িত থাকার জন্য কম বয়েসে তাঁকে জেলে যেতে হয়।
|
দেহ উদ্ধার |
এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল কাঁকসা থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে কাঁকসায় একটি পেট্রোল পাম্পের পিছনের জঙ্গলে তাঁর দেহ মেলে। মৃতের বয়স আনুমানিক ৪০ বছর। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। |
|