স্মরণ ৫...
রাজেশ রাজ

তারাবাজি
উত্থান-পতনের জ্যোতিষ ব্যাখ্যা
বেজন দারুওয়ালা

এক বার ওঁর হাত দেখেছিলাম। চন্দ্রের জাতক। ইংরেজিতে রাশি মকর। চন্দ্র আর মকরের প্রভাবে জাতকরা সব সময়েই মুডি হন।


ওঁর হাতের রেখা অত্যন্ত পরিষ্কার ছিল। কিন্তু মনে আছে ওঁর দু’হাতেই একটা বড়-সড় ডিপ্রেশন বা ফাঁপা জায়গা ছিল। সেই জন্যই উনি সুপারস্টার হয়ে থাকতে পারেননি বেশি দিন। মকর রাশির জাতকদের ওপর শনির একটা প্রভাব থাকেই। শনি যেমন দেয়, ছিনিয়েও নেয় সে রকম।

সঞ্জয় জুমানি

২৯/১২ রাজেশ খন্নার জন্ম তারিখ। নম্বর ২। চন্দ্রের জাতক। এঁরা রোম্যান্টিক হন, নিজের জগতে থাকতে ভালবাসেন। ভীষণ ‘মুডি’, খুব বেশি অনুভূতিপ্রবণ। ডিপ্রেশনে ভোগেন। কাকা ছিলেন সেরা উদাহরণ।


১৯৭৫= ২২। অর্থাৎ ৪। ইউরেনাসের প্রভাবে একজন ভাল মানুষও অন্যের প্রভাবে আর নিজের হঠকারিতার জন্য ভুল সিদ্ধান্ত নিতে পারেন। যতদিনে সময় কাটে, ততদিনে ভুলকে আর ঠিক করা যায় না।

হিট ছবির কয়েকটি
আরাধনা(১৯৬৯)
নায়িকা: শর্মিলা ঠাকুর

ইত্তেফাক (১৯৬৯)
নায়িকা: নন্দা

খামোশি (১৯৬৯)
নায়িকা: ওয়াহিদা রহমান

কাটি পতঙ্গ (১৯৭০)
নায়িকা: আশা পারেখ

আন মিলো সজনা (১৯৭০)
নায়িকা: আশা পারেখ
সফর (১৯৭০)
নায়িকা: শর্মিলা ঠাকুর

সাচ্চা ঝুটা (১৯৭০)
নায়িকা: মুমতাজ

হাতি মেরে সাথি (১৯৭১)
নায়িকা: তনুজা

আনন্দ (১৯৭১)
প্রধান নারী চরিত্র: সুমিতা সান্যাল

আন্দাজ (১৯৭১)
নায়িকা: হেমা মালিনী

আরাধনা
দুশমন (১৯৭১)
নায়িকা: মুমতাজ

বাবুর্চি (১৯৭২)
প্রধান নারী
চরিত্র: জয়া ভাদুড়ী


অমর প্রেম (১৯৭২)
নায়িকা: শর্মিলা ঠাকুর

মেরে জীবন সাথি (১৯৭২)
নায়িকা: তনুজা

দাগ (১৯৭৩)
নায়িকা: শর্মিলা ঠাকুর
নমক হারাম (১৯৭৩)
নায়িকা: রেখা

রোটি (১৯৭৪)
নায়িকা: মুমতাজ

প্রেম নগর (১৯৭৪)
নায়িকা: হেমা মালিনী

আপ কি কসম (১৯৭৪)
নায়িকা: মুমতাজ

আপ কি কসম
 
সেরা সময়ের সেরা ঘটনা
১৯৭৪ সালে বিবিসি তাঁর ওপর একটা ডকুমেন্টারি ছবি বানায়। নাম: বম্বে সুপারস্টার। এটাই ছিল বিবিসির বানানো বলিউডের ওপর প্রথম ডকুমেন্টারি।
তাঁর সেরা সময়ে মুম্বই ইউনিভার্সিটির পাঠ্যবইতে একটি পরিচ্ছেদ ছিল শুধুমাত্র তাঁকে নিয়েই। নাম ছিল ‘দ্য ক্যারিশমা অফ রাজেশ খন্না’।
১৯৬৯ থেকে ১৯৭১-এর মধ্যে রাজেশ খন্না পনেরোটা সুপারহিট ছবি দেন পরপর। সেই রেকর্ড আজও ভাঙেনি।
সত্তরের দশকে ভারতীয় পুরুষদের ফ্যাশনে রাজেশ খন্নার আমদানি ছিল গুরু কুর্তা এবং শার্টের ওপর বেল্ট পরার চল।
তাঁর প্রথম ছবি ‘আখরি খত’ অস্কার অ্যাওয়ার্ডে যায় ১৯৬৭ সালে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.