পরীক্ষার বাকি এক দিন। তবু অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রান্তি দূর হল না স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার্থীদের। সময়মতো অ্যাডমিট কার্ড না-পেয়ে ওয়েবসাইট থেকে তা ডাউনলোড করতে গিয়ে সমস্যা হয়েছে অনেকেরই। এ দিকে কমিশনের অফিসে গিয়েও তাঁদের নাকাল হতে হয়েছে বলে অভিযোগ। তবে কমিশনের চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল জানান, যাঁরা ঠিকঠাক আবেদনপত্র পূরণ করেছেন, তাঁরা সময়মতো অ্যাডমিট কার্ড পেয়ে গিয়েছেন। যাঁরা তা করেননি, তাঁদের কমিশনের অফিসে যোগাযোগ করার কথা ছিল। অনেকেই তা করেননি। এর জেরেই সমস্যা। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য রবিবার স্কুল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা হবে। দু’টি পত্রে ১৫০ নম্বরের পরীক্ষা। দ্বিতীয় পত্রে শিশু মনস্তত্ত্ব এবং দু’টি ভাষা মিলিয়ে ৯০ নম্বরের পরীক্ষা হবে। প্রথম পত্রের পরীক্ষা হবে বিষয়ভিত্তিক, মোট নম্বর ৬০। দ্বিতীয় পত্রে অন্তত ৫৪ পেলে তবেই প্রথম পত্রের খাতা দেখা হবে। ৫৫ হাজার শূন্য পদের জন্য পরীক্ষায় বসছেন প্রায় সাড়ে সাত লক্ষ পরীক্ষার্থী।
|
বিভিন্ন হোম চালানোর জন্য কেন্দ্রীয় সরকারের অনুদানের টাকা ঠিকমতো আসছে না বলে অভিযোগ করলেন রাজ্যের নারী ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র। গুড়াপ হোমের চত্বরে মহিলা আবাসিকের পচাগলা দেহ উদ্ধারের ঘটনার জেরে তোলপাড় চলছে। এই পরিপ্রেক্ষিতেই শুক্রবার মহাকরণে ৪৪টি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে বৈঠকে বসেন নারী ও সমাজকল্যাণ মন্ত্রী। সাবিত্রীদেবীর কথায়, “টাকা আদায়ের জন্য আধিকারিকদের সঙ্গে নিয়ে দিল্লি গিয়ে কেন্দ্রের কাছে দরবার করব বলে ঠিক করেছি।” স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে সরকারের নির্দেশিকা ঠিকমতো অনুসরণ করার নির্দেশ দেন মন্ত্রী। তিনি বলেন, “আমরা প্রতিটি হোমে সিসিটিভি, সাইরেন বসানো-সহ একাধিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। সমাজকল্যাণ অফিসারদেরও নিয়মিত হোমগুলি পরিদর্শন করতে বলা হয়েছে।”
|
দলের সাংগঠনিক হাল সামাল দিতে এ বার নির্ধারিত সময়ের আগেই পার্টি কংগ্রেস করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাম শরিক ফরওয়ার্ড ব্লক। তারই দিনক্ষণ স্থির করতে আগামী ১০ থেকে ১২ অগস্ট কলকাতায় বসছে তাদের কেন্দ্রীয় কমিটির বৈঠক। প্রথম দিন কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর বৈঠকের পরে কেন্দ্রীয় কমিটি বসবে। নির্দিষ্ট সময়ে হলে ফ ব-র পরবর্তী পার্টি কংগ্রেস হওয়ার কথা আগামী বছরের শেষে। কিন্তু দলের সাংগঠনিক পরিস্থিতির প্রেক্ষিতে ২০১৩ সালের প্রথম দিকেই সর্বভারতীয় সম্মেলন সেরে নিতে চাইছে তারা। তার আগেই করতে হবে রাজ্য সম্মেলন। ফ ব নেতৃত্বের লক্ষ্য ছিল, রাজ্যে পঞ্চায়েত ভোটের আগেই ঘর গুছিয়ে নেওয়া। রাজ্য সরকারও এখন চাইছে পঞ্চায়েত ভোট এগোতে। এই অবস্থায় পঞ্চায়েত ভোটের নির্ঘণ্টের সঙ্গে সম্মেলনের দিনক্ষণের সংঘাত এড়ানোর দিকে খেয়াল রাখতে হচ্ছে ফ ব নেতৃত্বকে। দলের রাজ্য সম্পাদক অশোক ঘোষের বক্তব্য, সদস্যপদ নবীকরণের প্রক্রিয়া শেষ করে নিচু তলার সম্মেলন-পর্ব শুরু হয়ে যাবে।
|
বিভিন্ন জেলের বন্দিরা বহিরাগত হিসেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তাঁদের এই সুযোগ দেওয়া হবে আগামী বছর থেকেই। শুক্রবার সংসদের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সুযোগ পেলেও এত দিন বন্দিরা আদালতের অনুমতি পেলে তবেই উচ্চ মাধ্যমিক দিতে পারতেন বলে জানান সংসদের সভাপতি মুক্তিনাথ চট্টোপাধ্যায়।
|
হৃদযন্ত্রে অস্ত্রোপচার হল পিডিএসের রাজ্য সম্পাদক সমীর পূততুণ্ডের। বেঙ্গালুরুতে তাঁর বাইপাস সার্জারি হয়েছে। সাত বছর আগেই তাঁকে ‘স্টেন্ট’ বসাতে হয়েছিল। তাঁর স্ত্রী এবং পিডিএস নেত্রী অনুরাধা দেব জানিয়েছেন, অস্ত্রোপচারের পরে সমীরবাবু ভাল আছেন। কয়েক দিন পর্যবেক্ষণে থাকার পরে হাসপাতাল থেকে ছুটি মিলবে। |