অসমে সংঘর্ষের জেরে এ রাজ্যে শরণার্থীরা এলে রাজ্য সরকার তাঁদের আশ্রয় দেবে বলে শুক্রবার বোলপুরের এক সভায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “কেউ শরণার্থী হিসেবে এলে, আমরা তাঁকে আশ্রয় দেব।”
তবে পাশাপাশিই মুখ্যমন্ত্রী বলেন, “সিপিএম গোলমালে উস্কানি দিচ্ছে। ওই ফাঁদে পা দেবেন না।” মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বামফ্রন্ট। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বলেছেন, “এই ধরনের সংঘর্ষের সময় বামেরা সব সময়েই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। অতীতেও দিয়েছে। এখনও দিচ্ছে।” অসম সীমান্তে কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় শরণার্থীরা আশ্রয় নিচ্ছেন। ওই সব এলাকা শান্ত রাখার জন্য এ দিনই বাম পরিষদীয় দলের তরফে সূর্যবাবু রাজ্যপাল এম কে নারায়ণনের কাছে অনুরোধ জানান। রাজ্যপালের কাছে এক স্মারকলিপি দেওয়ার পরে সূর্যবাবু বলেন, “যাতে ওই সব এলাকা শান্ত থাকে। কোনও উত্তেজনা সৃষ্টি না-হয়, শরণার্থীদের আশ্রয়ের যথাযথ ব্যবস্থা হয়, রাজ্য সরকারের তা দেখা উচিত বলে রাজ্যপালকে অনুরোধ করেছি।” আনিসুর রহমানের নেতৃত্বে বাম পরিষদীয় দলের প্রতিনিধিরা সেখানে যাচ্ছেন বলেও জানান সূর্যবাবু। তবে সূর্যবাবু রাজ্যপালের কাছে অভিযোগ করেন, সর্বদলীয় প্রতিনিধি দলের যাওয়ার ব্যাপারে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে বামেরা প্রস্তাব দিলেও তা মানা হয়নি। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এদিন আলিপুরদুয়ার-২ ব্লকের মোমিনপাড়া এলাকায় শরণার্থীদের সঙ্গে দেখা করে। আজ, শনিবার ফের আলিপুরদুয়ারের কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ রায়ের নেতৃত্বে একটি দলকে সেখানে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। আজ সকালে আলিপুরদুয়ারের যশোডাঙ্গা এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের যাওয়ার কথা বলে তৃণমূল সূত্রের খবর। |