ডেপুটিই কার্যকরী প্রধানের পদে! অসুস্থতার জন্য ভারতের শ্যেফ দ্য মিশন হতে পারছেন না অজিতপাল সিংহ। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার পিকে মুরলীধরন রাজাকে। শুক্রবার এ কথা জানান ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অস্থায়ী প্রেসিডেন্ট বিজয় কুমার মলহোত্র।
|
২০১২ অলিম্পিক আয়োজনের স্বত্ব লন্ডনের পাওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এক ভারতীয়ের। ইনি প্রবাসী ভারতীয় শিল্পপতি লর্ড স্বরাজ পল। তিনি সাত বছর আগে তখনকার ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে সিঙ্গাপুর গিয়েছিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সামনে লন্ডনের হয়ে সওয়াল করতে। পরে অলিম্পিক ডেলিভারি কমিটির চেয়ারম্যান হিসেবে বিভিন্ন স্টেডিয়াম তৈরির জন্য জমি সংগ্রহ করার দায়িত্বেও ছিলেন স্বরাজ।
|
সংগঠকদের পাঠানো পাশ্চাত্য পোশাক নয়, অলিম্পিক উদ্বোধনে পাকিস্তানি অ্যাথলিটদের দেশি সালওয়ার-কামিজে দেখতে চান পাক শ্যেফ দ্য মিশন আকিল শাহ। তিনি জানিয়েছেন, পাক অ্যাথলিটরা তাঁদের দেশের প্রতিনিধি হিসেবে লন্ডনে গিয়েছেন। সেখানে নিজেদের সংস্কৃতি তুলে ধরাই উচিত তাঁদের।
|
মার্কিন প্রেক্ষাগৃহে গত সপ্তাহে বারো জনকে গুলি করে মেরেছিলেন যে শ্যুটার, তাঁর সঙ্গে মার্কিন অলিম্পিয়ান শ্যুটারদের না জড়ানোর আবেদন করা হল দর্শকদের কাছে। বেজিং অলিম্পিকে স্কিট শ্যুটিংয়ে সোনাজয়ী ভিনসেন্ট হ্যানকক জানিয়েছেন, তাঁরা পিস্তল বা রাইফেল ব্যবহার করলেও সেটা সম্পূর্ণ নিরাপদ ভাবে করেন। |