সবুজ-মেরুন জার্সি পরে টোলগে ওজবের এয়ারলাইন্স কাপে খেলা আটকে গেল। ফলে মরসুমের প্রথম টুর্নামেন্টে দেখা যাবে না ওডাফা-টোলগে জুটিকেও। আই এফ এ-র স্ট্যাটাস কমিটির জরুরি সভায় শুক্রবার যা সিদ্ধান্ত হল তাতে অগস্টের দ্বিতীয় সপ্তাহের আগে অস্ট্রেলীয় স্ট্রাইকার ‘মুক্ত’ হতে পারছেন না। তত দিনে এয়ারলাইন্স কাপ শেষ হয়ে যাবে। ওডাফা অবশ্য ১ অগস্ট আসছেন। খেলতে পারেন।
টোলগে-বিতর্ক দীর্ঘদিন ঝুলিয়ে রাখায় ক্ষুব্ধ মোহনবাগান। সচিব অঞ্জন মিত্র বলে দিলেন, “আই এফ এ-র উচিত এক জন ফুটবলারের মনস্তত্ব বোঝা। দু’মাস হয়ে গেল টোলগে নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তই জানাতে পারল না ওরা!” ইস্টবেঙ্গলের তাতে অবশ্য কোনও হেলদোল নেই। লাল-হলুদের প্রধান কর্তা দেবব্রত সরকার বললেন, “কর্মসমিতির সভার পর যা বলার বলব।” মুখে কিছু না বললেও কাজে অবশ্য যথেষ্ট ইতিবাচক ইস্টবেঙ্গল। এ দিন আদালতে টোলগের বিরুদ্ধে মামলা ওঠার কথা ছিল। সেটা চার সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য আবেদনের চিঠি জমা দিলেন ইস্টবেঙ্গলের পক্ষের আইনজীবীরা।
শুক্রবার স্ট্যাটাস কমিটির সভা ছিল নিয়মমাফিক। সেখানে টোলগে ও ইস্টবেঙ্গলের চিঠি পড়া হয়। টোলগে তাঁর চিঠিতে লিখেছেন, “পেশাদার ফুটবলার হিসাবে আমি কোনও অন্যায় করিনি। তা সত্ত্বেও ইস্টবেঙ্গল যদি আপনাদের সিদ্ধান্ত মেনে নেয়, তা হলে আমার মানতে কোনও আপত্তি নেই। কারণ আমি মাঠে নামতে চাই।” ইস্টবেঙ্গল ১০ অগস্ট পর্যন্ত সময় চেয়েছে কর্মসমিতির সভা ডেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আই এফ এ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “আমরা ইস্টবেঙ্গলকে অনুরোধ করছি যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্ত জানাতে। যদি ওরা ৮ অগস্টের মধ্যে সিদ্ধান্ত জানায় তা হলে ভাল হয়।” পরিস্থিতি যা, তাতে ইস্টবেঙ্গল কর্মসমিতির সিদ্ধান্তের উপরই নির্ভর করছে টোলগের মাঠে নামা।
ইস্টবেঙ্গল কর্মসমিতি বসার আগে দু’টো বড় অনুষ্ঠান আছে দুই প্রধানে। ২৯ জুলাই মোহনবাগান দিবস। ১ অগস্ট ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস। দেখার, পুরো টিম ঘোষণার সময় টোলগের নাম কোনও ক্লাবের ফুটবলার তালিকায় দেখা যায় কি না। |