|
|
|
|
সিআরপি’র সদর দফতর তৈরির তোড়জোর শহরে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মাওবাদী-মোকাবিলায় বহু দিন ধরেই কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প রয়েছে জঙ্গলমহলের বিভিন্ন জায়গায়। আরও কত দিন এই ক্যাম্পগুলি থাকবে, তা নিয়ে কারও কাছেই স্পষ্ট ধারণা নেই। আপাত-শান্ত জঙ্গলমহলে ফের মাওবাদীরা প্রভাব-বিস্তারের চেষ্টা করছে বলেও পুলিশ সূত্রের দাবি। তাই, কেন্দ্রীয় বাহিনীর ফেরার আশু কোনও সম্ভাবনা নেই। কিন্তু দীর্ঘ দিন ধরে কেন্দ্রীয় বাহিনী থাকলেও জেলায় তাদের কোনও সদর দফতর এখনও গড়ে ওঠেনি। সিআরপি-র কর্তারা জেলায় এলে মেদিনীপুর সার্কিট-হাউসেই থাকেন। সেখানে ৪টি ঘরও সব সময়ের জন্য বরাদ্দ করা রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জন্য। কিছু দিন আগে পশ্চিম মেদিনীপুর জেলা-প্রশাসনের কাছে তাদের ৫০ ও ৬৬ নম্বর ব্যাটেলিয়নের সদর দফতর তৈরির জন্য মেদিনীপুর শহর-ঘেঁষা এলাকায় জমি চেয়েছিল কেন্দ্রীয় বাহিনী। সেই মতো খাসজঙ্গল এলাকায় ৪৭.৪১ একর জমি চিহ্নিত করেছে জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতর। তবে এই জমির জন্য বর্তমান বাজারমূল্যে সিআরপি-কে ৫৮ কোটি ১২ লক্ষ ৫৭ হাজার টাকা দিতে হবে।
জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অরিন্দম দত্তের বক্তব্য, “কোন এলাকার কত জমি দেওয়া হবে, তার জন্য কত টাকা লাগবে তা কেন্দ্রীয় বাহিনীকে জানিয়ে দেওয়া হয়েছে।” জেলা প্রশাসন জানিয়েছে, জমি দেওয়ার জন্য রাজ্য সরকারের অনুমতি মিলেছে। টাকা দিলেই জমি হস্তান্তর করা হবে। বাহিনীর পক্ষ থেকে এখনও অবশ্য কোনও উত্তর আসেনি। সিআরপিএফ সূত্রের বক্তব্য, তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করছেন। |
|
|
|
|
|