কলকাতা শহরে ত্রিফলা (ট্রাইডেন্ট) আলো লাগানো, বিভিন্ন ভবনে নীল-সাদা রং করা এবং সরকারি বাস সারানো তিনটি ক্ষেত্রেই ‘দুর্নীতি’ হয়েছে বলে রাজ্যপাল এম কে নারায়ণনের কাছে অভিযোগ জানাল বাম পরিষদীয় দল। রাজ্যপালের কাছে বামেদের দাবি, এ সমস্ত ব্যাপারে সরকারি তদন্ত করতে হবে। শুক্রবার রাজ্যপালের কাছে স্মারকলিপি দেওয়ার পরে আলিমুদ্দিনে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বলেন, “একদিকে মুখ্যমন্ত্রী বলছেন সরকারের টাকা নেই। অথচ, স্বচ্ছতা না রেখে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। তা নিয়ে তদন্তের প্রয়োজন।” |
কী ধরনের তদন্ত? জবাবে সূর্যবাবু বলেন, “সরকারি স্তরে তদন্ত।” তিনি জানান, এ ব্যাপারে রাজ্যপাল সরকারের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন। রাজ্যপালের কাছে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, ত্রিফলা আলোর জন্য কলকাতা পুরসভা ২৭ কোটি টাকার কাজের অর্ডার দিলেও তা নিয়ে নিয়মনীতি মানা হয়নি। এত টাকার কাজের বরাত কাকে দেওয়া হবে, তা নিয়ে কোনও টেন্ডারও ডাকা হয়নি বলে অভিযোগ। একই ভাবে নিয়মনীতি না-মেনে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ২০টি বাস সারানোর জন্য দুটি সংস্থাকে টেন্ডার ছাড়াই ৪০ লক্ষ টাকার অর্ডার দেওয়া হয়েছে। নীল-সাদা রংয়ের অবশ্য রাজ্যপালকে মৌখিক ভাবে অভিযোগ করা হয়েছে। লিখিত কিছু বলা হয়নি। |