সিপিএম কাউন্সিলরের পরে মালদহ শহরের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর নামে ফেসবুকে অশ্লীল ছবি ও মেসেজ পাঠিয়ে হেনস্থার অভিযোগ উঠল। দু’মাস আগে ওই ছাত্রীর পরিবার ঘটনাটি জেনে ইংরেজবাজার থানায় অভিযোগও জানান। তার পরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে। পুলিশি নিষ্ক্রিয়তার জেরে লোকলজ্জায় ওই ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছেন বলে পরিবারের লোকেরা দাবি করেছেন। জেলার পুলিশ সুপার জয়ন্ত পাল অবশ্য দাবি করেছেন, “ইংরেজবাজার থানায় এ রকম অভিযোগ হয়েছে বলে শুনিনি। খোঁজ নিয়ে যথাযথব্যবস্থা নেওয়া হবে।”
|
চোরাই গাড়ি কারবারি সন্দেহে ২ ব্যাক্তিকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে বক্সিরহাট থানার জোড়াই মোড় এলাকায়। পুলিশ জানায়, ধৃতদের নাম মুকেশ তিওয়ারি ও দীপু দাস। দু’জনের বাড়ি অসমের দিসপুরে। ওই দুই ব্যাক্তি তুফানগঞ্জ থেকে অসমের দিকে অত্যাধুনিক ছোট গাড়ি নিয়ে যাচ্ছিলেন। সন্দেহ হওয়ায় পুলিশ ওই দু’জনকে আটক করে জেরা করে। পরে তাদের গ্রেফতার করা হয়। আটক করা হয়েছে ওই গাড়িটিও। কোচবিহারের পুলিশ সুপার প্রণব দাস বলেন, “তদন্ত চলছে।”
|
ভাতা বৃদ্ধির দাবিতে সরব হয়েছে পশ্চিমবঙ্গ গ্রাম রোজগার সেবক অ্যাসোসিয়েশনের কোচবিহার জেলা কমিটি। বুধবার ওই সংগঠনের তরফে কোচবিহার জেলা প্রশাসনের মাধ্যমে বিষয়টি নিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে স্মারকলিপি পাঠানো হয়েছে। তাঁরা জানান, ২০০৭-০৮ আর্থিক বছরে একশো দিনের কাজ প্রকল্প চালুর সময় চুক্তি ভিত্তিতে গ্রাম রোজগার সেবকদের নিয়োগ করা হয়। তাঁরা ৫ হাজার টাকা পর্যন্ত মাসিক ভাতা পায়। তা বাড়ানোর দাবি তোলা হয়েছে।
|
১৬ দফা দাবিতে আন্দোলনে নামল জেলা বেসরকারি বিদ্যালয় কল্যাণ সমিতি। বুধবার ওই সমিতির তরফে বিষয়টি নিয়ে সংগঠনের অনুমোদিত বিদ্যালয় বন্ধ রেখে জেলাশাসককে স্মারকলিপি দেওয়া হয়েছে। |