কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য রাজ্যের ২৭৮টি ব্লকে আইটিআই কেন্দ্র তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। পাইলট প্রকল্পর অধীন রাজ্যের স্কুলগুলিতে ভোকেশনাল ট্রেনিংয়ের উপর জোর দেওয়া হয়েছে। বুধবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আইটিআই কেন্দ্রের নবনির্মিত বাড়ি উদ্বোধন করে রাজ্যের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায় ওই কথা জানান। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, বামফ্রন্ট সরকারের আমলে ভোকেশনাল ট্রেনিংয়ের নাম করে নেতাদের মাধ্যমে স্কুলগুলিতে হাজার হাজার টাকা তছরুপ হয়েছে। ঘটনার তদন্তের কথা বলতে ওই সমস্ত স্কুলের প্রধান শিক্ষককেরা তাঁর দফতরে গিয়ে প্রকল্পের ১০ কোটি ৫৫ লক্ষ টাকা ফেরত দিয়েছেন। |
মন্ত্রী জানান, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের পাশাপাশি তপন, কুমারগঞ্জ এবং হরিরামপুর ব্লকে আইটিআই কেন্দ্র এবং গঙ্গারামপুরে পলিটেকনিক কলেজ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। সবশেষে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। রাজ্যের ৩৪১টি ব্লকের মধ্যে ২৭৮টি ব্লকে আইটিআই নেই। ওই ব্লকগুলিতে পিপিপি মডেলে আইটিআই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, “ব্লকে ৩ একর জমি পেলে কেন্দ্র গড়ে তোলা হবে। জেলাশাসকদের ওই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে।” মন্ত্রী জানান, পূর্ব মেদিনীপুরের একটি স্কুল থেকে অটোমোবাইলে প্রশিক্ষণ নেওয়া ৬০ জন পড়ুয়া সম্প্রতি বেসরকারি সংস্থায় চাকরি পেয়েছেন। বালুরঘাট শহর থেকে ৭ কিমি দূরে আটইর মৌজায় দ্বিতল আইটিআই ভবন তৈরি করতে ১ কোটি ৪১ লক্ষ টাকা খরচ হয়েছে। ইতিমধ্যে কেন্দ্র থেকে অটোমোবাইল এবং হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সে ১৪৮ জন ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিচ্ছেন। অনুষ্ঠানে কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তী, বিধায়ক বিপ্লব মিত্র, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দফতরের প্রধান সচিব সতীশ তেওয়ারি উপস্থিত ছিলেন। |