পাশাপাশি শব্দছক ৪৮৩৮ উপর নীচে
অনেক, প্রচুর।
বিরাজ করছে এমন।
শত্রুপক্ষ-র বিপরীত।
১০ পাঁচের দশক থেকে তিনটি দশক
যে নায়িকা জনপ্রিয়তার শীর্ষে থেকেও
এখন লোকচক্ষুর আড়ালে।

১১ বরিশালের উৎকৃষ্ট চাল।
১২ এক ধরনের ঢিলে জামা।
১৩ নতুন পাতা, সবে যে পাতা গজিয়েছে।
১৪ ‘বাদশার সঙ্গে/
হরিপদ কেরানির কোনো ভেদ নেই’।

১৬ ব্যঙ্গে, চালচলনে ও বেশভূষায় আত্মম্ভরিতাপূর্ণ ব্যক্তি।
১৮ সদ্য বিবাহিতা।
২০ অতি তুচ্ছ, একেবারেই
গণনার অযোগ্য।

২১ রঙ্গমঞ্চ বা রংমহল।
২৩ প্রশ্রয়।
২৫ রাজা বিক্রমাদিত্যের দুই অনুচর।
২৭ ‘ওরা চাহিতে জানে না’।
২৯ নিজেকে সামলাতে পারে না, অসংযত।
৩১ শরাবে আসক্ত।
৩২ অন্তঃপুরে বাস করে।
৩৪ বাঁশের ফালি।
৩৫ ‘লোভে অলি আসিয়া জুটিল’।
৩৬ স্ত্রী-শব্দে কালসর্প।
৩৭ নিঃশব্দ।
অল্প লাল হয়েছে এমন।
বিচলিত নয় এমন, অচঞ্চল।
মৌসুমি বায়ু, বর্ষাকাল, বিদেশি হলেও
বাংলায় প্রচলিত শব্দ।

রাবণনন্দন: “কহিলা লক্ষ্মণ শূরে,
‘বীরকুলগ্লানি,/তুই! শত ধিক তোরে’!”

সত্যের যা হওয়া উচিত নয়।
আমূল পরিবর্তনমূলক, বৈপ্লবিক।
জলের তৃষ্ণা।
১৫ ঝাঁঝালো সাদা কন্দ।
১৬ ‘শেষের কবিতা’-র নায়িকা।
১৭ কাপড়ের আঁচল।
১৯ অনেক, প্রচারিত।
২০ ঈশ্বরহীন, নাস্তিক।
২২ পুরুষের মতো পুরুষ।
২৪ ‘কী জানি কোথায়,
সারাদিন আজি খোয়ালে’ (নীলনবঘনে)।

২৬ সাজসজ্জাকরণ।
২৮ কন্দর্পদেব।
৩০ যুদ্ধসংক্রান্ত।
৩১ শরিকের প্রাপ্য অংশ।
৩২ এক শরৎ-উপন্যাস।
৩৩ ননি, মাখন।
শব্দছক ৪৮৩৭
 
First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.