অনিয়মের অভিযোগ ওঠার পরও কোনও রকম পরিবর্তন বা সংশোধন ছাড়া ১১ টি ভবনের নকশা অনুমোদন নিয়ে মেয়র পারিষদের বৈঠকে প্রশ্ন উঠল। বুধবার পুরসভায় মেয়র পারিষদের বৈঠকে কয়েক জন ওই সমস্ত নির্মীয়মাণ ভবনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও তোলেন।
উল্লেখ্য, গত মে মাসের বোর্ড মিটিংয়ে ওই ১১ টি ভবনের নকশা অনুমোদনের জন্য পেশ করা হলে সেগুলির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছিলেন ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা। তার মধ্যে ১৬ নম্বর ওয়ার্ডে ১ টি ভবন তৈরির ক্ষেত্রেও অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করেছিলেন স্থানীয় কাউন্সিলর সুজয় ঘটক। বামেরাও বিরোধিতা করলে আটকে যায় ওই সমস্ত ভবনের নকশা অনুমোদনের বিষয়টি। পরে গত মাসের বোর্ড মিটিংয়ে কোনও রকম পরিবর্তন ছাড়াই তা পাশ করানো হলে প্রশ্ন ওঠে।
মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “নকশাগুলি আগের বোর্ড মিটিংয়ে পাশ করা হয়েছে। পদ্ধতি মেনে সেই মতো প্রক্রিয়া চলছে। তা নিয়েই আলোচনা হয়েছে।” অভিযোগ, প্ল্যান অনুমোদনের আগেই ওই সমস্ত ভবনের অধিকাংশ নির্মাণ কাজ শুরু করা হয়। কয়েকটি ক্ষেত্রে দুই তলা বা তিলতলা পর্যন্ত নির্মাণ কাজও হয়ে যায়। বাকিদের নির্মাণ কাজে অন্যান্য অনিয়মের অভিযোগও রয়েছে। ডেপুটি মেয়র, পুর কমিশনার, পুরসভার সচিব-সহ একটি দল ওই নির্মীয়মান ভবনগুলি সরেজমিনে খতিয়েও দেখেন। কেন তারা নকশা অনুমোদনের আগে কাজ শুরু করেছেন সে ব্যাপারে চিঠি পাঠিয়ে সংশ্লিষ্ট নির্মাণ সংস্থাগুলির কাছে জবাব চাওয়া হয়। তাদের অধিকাংশ লিখিত ভাবে নিজেদের ভুলের কথা স্বীকারও করে নেন। তার পরেও জুন মাসের বোর্ড মিটিংয়ে কোনও রকম পরিবর্তন ছাড়া ওই নকশাগুলি পাশ করানো হচ্ছে দেখে সভার মধ্যেই প্রশ্ন তোলেন কংগ্রেস কাউন্সিলরদের অনেকে। বিরোধীরা তা নিয়ে একাধিকবার পুর কমিশনারের সঙ্গে দেখা করে এ ব্যাপারে অভিযোগ জানান।
বিরোধী দলনেতা মুন্সি নুরুল ইসলাম বলেন, “অনিয়ম যে রয়েছে তা স্পষ্ট। এ ভাবে নকশা অনুমোদন কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।” |