গোষ্ঠী সংঘর্ষের জেরে বুধবার সকালেও অসম থেকে বহু মানুষ কুমারগ্রাম, শামুকতলা ও তুফানগঞ্জ-২ নম্বর ব্লকে আশ্রয় নেন। প্রত্যেকেই পরিজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। পুলিশ সূত্রের খবর, এ দিন সকালে নামনি অসমের কাঁঠালগুড়ি, দেবাগুড়ি, হুদুমখাতা, মন্টেইবাড়ি গ্রামে বহু বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর ছড়িয়ে পড়তেই বাসিন্দারা এলাকা ছাড়তে শুরু করেন। বিকালের দিকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়। কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধী বলেন, “ওই ব্লকের ফলিমারি ও রামপুরে কিছু মানুষ এসেছেন বলে খবর এসেছে। তবে আত্মীয়দের বাড়িতে তাঁরা আশ্রয় নিয়েছেন। এখনও ত্রাণ শিবির খোলার প্রয়োজন হয়নি। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।” বনমন্ত্রী হিতেন বর্মন বলেন, “রেল ও জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। সবরকম সাহায্যের জন্য আমরা তৈরি আছি।” গোসাইগাঁও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুধু মাত্র গোসাইগাঁও এলাকায় ৫০ টির বেশি শিবির খোলা হয়েছে। ওই শিবির গুলিতে অন্তত ৫০ হাজার মানুষ রয়েছে। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়ার দাবি, “সীমানা এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
|
আর্য সমিতি পরিচালিত স্টেজ ওয়ান টেবল টেনিস প্রতিযোগিতায় পুরুষ এবং মেয়েদের বিভাগে সেরা হলেন রাজীব সরকার, মেধা মৈত্র। বুধবার ফাইনালে রাজীব ৪-০ গেমে বীরুপাক্ষ সাহাকে হারিয়েছেন। মেধা ৪-১ গেমে হারিয়েছেন ঐশ্বর্য দেবকে। রাজীব পুরুষ বিভাগ ছাড়া যুব এবং জুনিয়র বিভাগে সেরা হয়েছে। মেয়েদের যুব বিভাগে সেরা ঐশ্বর্য। তিনি ফাইনালে মেধাকে ৪-১ গেমে হারিয়ে দিয়েছেন। মেয়েদের জুনিয়র বিভাগে সেরা অনুষ্কা দত্ত। সাবজুনিয়র ছেলে এবং মেয়েদের বিভাগে সেরা রাজা কুণ্ডু এবং সাগরিকা মুখোপাধ্যায়। ছেলেদের ক্যাডেট বিভাগে চ্যাম্পিয়ন সুজিত সরকার, মেয়েদের বিভাগে আথেয়া ঘোষ। নার্সারি বিভাগে ছেলেদের মধ্যে শুভজিৎ কর্মকার এবং মেয়েদের মধ্যে দীক্ষা বিশ্বাস সেরা। হোপ বিভাগে সায়ন্তন বর্মন এবং অনুশ্রী গুপ্তা সেরা হয়েছে ছেলে এবং মেয়েদের বিভাগে।
|
ভক্তিনগর থানাকে শিলিগুড়ি কমিশনারেটে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরোধিতা করে বুধবার আইনজীবীদের কর্মবিরতির আংশিক প্রভাব পড়েছে জেলা আদালতে। জলপাইগুড়ি বার আসোসিয়েশন বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কর্মবিরতির সিদ্ধান্ত নিলেও বুধবার তৃণমূল আইনজীবী সেলের সদস্যরা এ দিন আদালতে গিয়ে স্বাভাবিক কাজকর্ম করেছেন। গত মঙ্গলবার বার আসোসিয়েশনের সাধারণ সভায় কর্মবিরতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওই সিদ্ধান্তও বৈধ নয় বলে অভিযোগ করেছেন তৃণমূল আইনজীবী সেলের সদস্যরা। এ দিকে, ভক্তিনগর থানার কমিশনারেটে অন্তর্ভুক্তির বিরোধিতা করে এ দিন জেলা যুব কংগ্রেসের তরফে জলপাইগুড়ির বিভাগীয় কমিশনারের দফতরে একটি স্মারকলিপি দেওয়া হয়।
|
মিথ্যে চক্রান্ত করে জেলা জুড়ে ছাত্র পরিষদ কর্মীদের ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করে পথ অবরোধ করল ছাত্র পরিষদ। জলপাইগুড়ি থানা মোড়ে বুধবার বিকেলে প্রায় ঘণ্টাখানেক অবরোধ করে ছাত্র পরিষদ। সংগঠনের অভিযোগ, জেলার বিভিন্ন কলেজে ছাত্র পরিষদ কর্মীদের নামে মিথ্যে মামলা রুজু করা হচ্ছে। কর্মীদের ভয় দেখিয়ে অনেক কলেজে ঢুকতেও দেওয়া হচ্ছে না বলে এ দিন জেলা নেতৃত্ব অভিযোগ করেন। গত ২০ জুলাই কামাখ্যাগুড়ি কলেজে গোলমালে দুই ছাত্র পরিষদ কর্মীর নামে মিথ্যে মামলা দায়ের করে তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে সংগঠনের তরফে অভিযোগ তোলা হয়েছে। দলের জেলা নেতা দেবল দত্ত বলেন, “ছাত্র পরিষদ কর্মীদের বিরুদ্ধে চক্রান্ত চলছে। কামাখ্যাগুড়ি কলেজ তার দৃষ্টান্ত। কামাখ্যাগুড়িতে ধৃত দুই ছাত্রকে দ্রুত মুক্তি না দিলে জেলা অচল করে আন্দোলন করা হবে।”
|
প্রণব মুখোপাধ্যায়ের রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার পরে শহরে শোভাযাত্রা বের করল কংগ্রেস। বৃহস্পতিবার বিকালে শহরের দুর্গাবাড়ি এলাকা হয়ে কংগ্রসের দলীয় কার্যালয়ে শোভাযাত্রা শেষ হয়। |