মাওবাদী বন্ধ দুই জেলায়
নিজস্ব সংবাদদাতা • খাতড়া ও পুরুলিয়া |
মাওবাদীদের ডাকা বন্ধে বুধবার বিশেষ সাড়া মিলল না বাঁকুড়া ও পুরুলিয়ার জঙ্গলমহলে। অর্ণব দাম ওরফে বিক্রম-সহ তাদের তিন নেতানেত্রীকে মুক্তি দাবি, অপারেশন গ্রিনহান্ট বন্ধ করা-সহ একাধিক দাবিতে এ দিন পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় ২৪ ঘণ্টা বন্ধের ডাক দিয়েছিল মাওবাদীরা। বাঁকুড়ার বারিকুল ও রানিবাঁধ থানার কিছু এলাকায় এ দিন দোকানপাট, স্কুল বন্ধ ছিল। ওই রাস্তায় বেসরকারি বাস-সহ গাড়ি চলাচল করেনি। তবে সারেঙ্গা, রাইপুর, সিমলাপাল, খাতড়া শহরে যথারীতি দোকানপাট, হাট-বাজার, স্কুল, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান খোলা ছিল। বাঁকুড়া থেকে খাতড়া, রাইপুর রুটে বাস চলাচল অন্যান্য দিনের মতো এ দিনও স্বাভাবিক ছিল। বাঁকুড়া ও বিষ্ণুপুর মহকুমায় বন্ধের কোনও প্রভাব পড়েনি। অন্য দিকে, পুরুলিয়ার বান্দোয়ানে দোকানপাট, স্কুল, অফিস খোলা ছিল, সাপ্তাহিক হাটেও লোকজনের আনাগোনা ছিল। জেলায় বন্ধের একমাত্র প্রভাব পড়েছে বেসরকারী বাস চলাচলে। বাস কর্মীদের দাবি, যাত্রী কম থাকার কারণে কয়েকটি বাস বন্ধ রাখতে বাধ্য হয়েছে। দূর পাল্লার গাড়ি নির্দিষ্ট সময়ে যাতায়াত করেছে। পুরুলিয়ার জেলাশাসক অবনীন্দ্র সিংহ জানান, মাওবাদীদের ডাকা বন্ধে কোনও প্রভাবই পড়েনি জেলাতে। সরকারি দফতরগুলিতে উপস্থিতির হার অন্য দিনের মতই ছিল। |
টাকা লুঠে গ্রেফতার ২
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
ব্যবসায়ীর কাছ থেকে টাকা লুঠের ঘটনায় জড়িত অভিযোগে দুই দুষ্কৃতীকে ধরেছে পুলিশ। উদ্ধার হয়েছে লুঠ হওয়া টাকার একাংশ। পুলিশ জানিয়েছে, ধৃত পরিমল পাল ওরফে বাচ্চা রঘুনাথপুর থানার গোঁসাইডাঙ্গা গ্রামের এবং রাজা দত্ত রঘুনাথপুর শহরের ঝান্ডাপাড়ার বাসিন্দা। সোমবার রাতে জয়চণ্ডীপাহাড় স্টেশনে ওষুধ ব্যবসায়ী, সাঁতুড়ির কিনাইডি গ্রামের বাসিন্দা নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়কে মারধর করে তাঁর কাছ থেকে ৮০ হাজার টাকা লুঠ করে তিন দুষ্কৃতী। মঙ্গলবার রাতে বাড়ি থেকে ধরা হয় পরিমলকে। এ দিন তাকে রঘুনাথপুর আদাতলে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজত হয়। তাকে জেরা করে রাজাকে ধরে পুলিশ। |