এমএমএসে অশ্লীল ছবি, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
হাবরার এক কলেজ ছাত্রীর অশ্লীল ছবি এমএমএসের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। তাঁর ছবি বিকৃত করে অন্য ছবির সঙ্গে মিলিয়ে বিভিন্ন মোবাইলে এমএমএস করার অভিযোগ তিনি পুলিশের কাছে জানিয়েছিলেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রের রেলমন্ত্রী মুকুল রায়ের দারস্থ হন তিনি। ঘটনা জানতে পেরে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন জেলার পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য। এরপরই দুর্নীতি দমন শাখার অফিসারেরা তদন্তে নেমে বুধবার দেগঙ্গার কলসুর গ্রামের ব্রাহ্মণপাড়ার বাসিন্দা শানু পাত্রকে গ্রেফতার করে। যে সাইবার কাফে থেকে অশ্লীল ছবি মোবাইলে ডাউনলোড করা তার মালিক আজিজুল ইসলামকেও গ্রেফতার করেছে পুলিশ। ছাত্রীটি যে ছবিটি তার বলে দাবি করছে তা কীভাবে ‘সুপার-ইম্পোজ’ করে অশ্লীল করা হল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত আজিজুল ইসলামের বক্তব্য, “সাইবার কাফে চালাই। কিন্তু দোকানে এসে কে কী ছবি ডাউনলোড করছে কী করে বলব।” আর শানুর কথায়, “আমি ওই তরুণীর খারাপ কখনও চাইনি। ওর কোনও ছবি কাউকে এমএমএস করিনি। এক দিন সাইবার কাফে থেকে মোবাইলে ডাউনলোডের সময় একটা অশ্লীল ছবি পেয়েছিলাম। সেটাই দুই বন্ধুকে পাঠাই।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলে পড়ার সময় শানুর সঙ্গে সম্পর্ক ছিল ওই ছাত্রীর। কিন্তু শানু বেকার বলে বিয়ে করতে চাননি ওই ছাত্রী। অন্যত্র বিয়ে হয় শানুর। পুলিশের দাবি, অনেক চেষ্টা করেও ছবিটি যে ওই তরুণীর তা পরিষ্কার না হওয়ায় তা সিআইডি-র দফতরে পাঠানো হয়েছে। |
প্রচুর শাড়ি উদ্ধার করল বিএসএফ
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
গোপন সূত্রে খবর পেয়ে বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া ৯২৫টি শাড়ি উদ্ধার করল বিএসএফ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার বনগাঁর জয়ন্তীপুর এলাকায় যশোহর রোডে। বিএসএফের ৩৬ নম্বর ব্যাটালিয়নের জয়ন্তীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এস এন বর্মার কাছে খবর আসে জয়ন্তীপুরে যশোহর রোডে একটি গাড়িতে প্রচুর শাড়ি বোঝাই করা হচ্ছে। তাঁর নেতৃত্বে অভিযান চালিয়ে ওই সব সাড়ি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শাড়ির মূল্য প্রায় সাড়ে ১৪ লক্ষ টাকা বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার সমস্ত শাড়ি পেট্রাপোলে শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হবে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। |
বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধ করলেন একটি বেসরকারি স্কুলের পড়ুয়াদের অভিভাবকেরা ও স্থানীয় বাসিন্দারা। বুধবার সকাল সাড়ে ন’টা থেকে আগরপাড়া চটকলের সামনে এক ঘণ্টা ওই অবরোধের জেরে বি টি রোডে যান চলাচল থমকে যায়। পুলিশ অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করলেও তাঁরা শোনেননি। পরে ক্রীড়ামন্ত্রী তথা কামারহাটির বিধায়ক মদন মিত্রের হস্তক্ষেপে অবরোধ ওঠে। ওই স্কুলের প্রধান শিক্ষিকা কেকা মল্লিক বলেন, “বি টি রোড থেকে আগরপাড়া স্টেশন যাওয়ার রাস্তার ধারেই স্কুল। দীর্ঘকাল ওই রাস্তাটি বেহাল। বহুবার প্রশাসনকে জানিয়েছি। জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়ারা আসে। ক্রীড়ামন্ত্রীর সহায়ক আমাদের জানিয়েছেন, মন্ত্রী বিষয়টি দেখছেন।” ব্যারাকপুরের মহকুমাশাসক অজয় পাল বলেন, “বেহাল রাস্তার জন্য অবরোধ করা ঠিক হয়নি। বহু মানুষের দুর্ভোগ হয়েছে।” |