টোলগে বিতর্কে চিঠির বয়ান নিয়ে স্নায়ুযুদ্ধ দুই প্রধানে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ডার্বি ম্যাচের মতোই টোলগে ওজবেকে নিয়ে দুই প্রধানের স্নায়ুযুদ্ধ বুধবার চরমে পৌঁছল। বিবৃতির যুদ্ধ থেমে থাকলেও চিঠির বয়ান নিয়ে যুদ্ধ চলছে।
তা এতটাই নাটকীয় যে, ২৯ জুলাই মোহনবাগান দিবসে বিশ্বখ্যাত রুদ খুলিতের উপস্থিত হওয়ার চমকপ্রদ ঘোষণাও চাপা পড়ে যাচ্ছে টোলগে বিতর্কে। রবিবার নেতাজি ইন্ডোরে গায়ক বাবুল সুপ্রিয়র ডিজাইন করা নতুন মোহনবাগান জার্সি উদ্বোধন করবেন খুলিত।
কিন্তু চুক্তি-জট কাটিয়ে টোলগে কবে খুলিতের উদ্বোধন করা জার্সি পরে মাঠে নামবেন তা নিয়ে ধোঁয়াশা এ দিনও কাটেনি।
অস্ট্রেলীয় ফুটবলারকে নিয়ে ‘যুদ্ধ’ থামাতে আই এফ এ-র প্লেয়ার স্ট্যাটাস কমিটি তাদের ‘ফর্মুলা’ ঘোষণা করেছিল সোমবার। টোলগে বা ইস্টবেঙ্গল তা মানবে কি না সেটা জানাতে বলা হয় চিঠি দিয়ে। বাহাত্তর ঘণ্টার মধ্যে। সেই সময়সীমা শেষ আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায়।
বড় ম্যাচের আগে দুই প্রধানের কোচই যেমন নিজেদের তাস লুকিয়ে রাখেন, চিঠিতে কী লেখা হবে বুধবার দুই প্রধানের কর্তারা তা লুকিয়ে রাখলেন। স্পনসর ইউ বি প্রতিনিধির উপস্থিতিতে টোলগের সঙ্গে ক্লাব তাঁবুতে প্রায় তিন ঘণ্টা আলোচনার পর মোহনবাগান সচিব অঞ্জন মিত্র বলে দিলেন, “বাহাত্তর ঘণ্টা শেষ হওয়ার পর আমরা যা বলার বলব। আই এফ এ কী করে তার উপরই নজর রাখছি। তবে এটা বলছি আই এফ এ-র সিদ্ধান্ত অসম্পূর্ণ।” ক্লাব সূত্রের খবর, আজ ফের টোলগে এবং আইনজীবীদের সঙ্গে আলোচনায় বসছেন কর্তারা। কী চিঠি দেওয়া হবে তা ঠিক করতে। |
মোহনবাগান মাঠে টোলগের মুখে উদ্বেগ। ছবি: শঙ্কর নাগ দাস |
অন্য দিকে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার এ দিনও ছিলেন নির্লিপ্ত। বললেন, “আমরা কাল চিঠি পাঠাব আই এফ এ-তে। কী লিখছি সেটা সবাইকে জানিয়ে দেব। প্রেসিডেন্ট ৬ অগস্ট কলকাতায় ফিরছেন। তারপর যত তাড়াতাড়ি সম্ভব আই এফ এ-র অনুরোধের চিঠি নিয়ে আলোচনায় বসব।” জানা গিয়েছে, ৭ বা ৮ অগস্ট ওই বৈঠক করার চেষ্টা চলছে।
দুই প্রধানের কর্তার নিরামিষ বক্তব্যের আড়ালে অবশ্য অন্য রকম কিছু ঘটার ইঙ্গিত যে নেই তা নয়। ইস্টবেঙ্গল ও মোহনবাগান তাঁবুতে ঘুরে মনে হল, আই এফ এ-র রফা-সূত্র মেনে বরফ গললেও গলতে পারে। সম্ভবত সে জন্যই দু’পক্ষ কেউ একে অপরের বিরুদ্ধে কোনও উত্তেজক মন্তব্য করেননি বুধবার। আই এফ এ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় এ দিনও জোরের সঙ্গে বলেছেন, “আমি আশাবাদী। আশা করছি দু’পক্ষই আমাদের অনুরোধ রাখবে।” তবে বরফ গলার সম্ভাবনা হলেও টোলগের এয়ারলাইন্স কাপে খেলা প্রায় অসম্ভব। টোলগেকে মোহনবাগান আর আবাসিক শিবিরেও পাঠাচ্ছে না। কলকাতায় সন্তোষ কাশ্যপরা ফিরলে অনুশীলনে যোগ দেবেন টোলগে।
মোহন-কর্তাদের নির্দেশে টোলগে সংবাদমাধ্যমকে এ দিন কিছু বলেননি। ক্লাব কর্তাদের সঙ্গে আলোচনায় বারবার তিনি অবশ্য দাবি করেছেন, ইস্টবেঙ্গল থেকে কোনও অগ্রিম নেননি। ভাউচারেও সই করেননি। সাদা কাগজে সই করে টোলগে দেখিয়েছেন তাঁর স্বাক্ষর কী রকম! তা দেখার পর উপস্থিত সবুজ-মেরুন কর্তারা ধন্ধে। |