|
|
|
|
বনপুরায় বোমাবাজি |
ফের সংঘর্ষে তৃণমূলের দুই গোষ্ঠী |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জমি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের জেরে ফের উত্তপ্ত হয়ে উঠল মেদিনীপুর সদর ব্লকের বনপুরা, জামতলা ও তার আশপাশের এলাকা। সকালে দু’পক্ষই বোমাবাজি করে। ইট-পাটকেলও ছোড়ে। ইটের আঘাতে জখম হন আজমিরা বিবি ও সালেহা বিবি নামে দুই মহিলা। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থল থেকে ২৬টি বোমাও উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে।
একটি বর্গা-জমি নিয়ে গত কয়েক মাস ধরেই বনপুরায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছে। জুন মাসের গোড়ায় রেভিনিউ ইন্সপেক্টর (আর-আই) এই জমি পরিদর্শনে এলে উত্তেজনা দেখা দেয়। সেই সময়েও তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ-বোমাবাজি হয়। |
|
চলছে পুলিশি টহল। ছবি: রামপ্রসাদ সাউ |
স্থানীয় সূত্রে খবর, ভোলানাথ
আঢ্য নামে এক ব্যক্তির বনপুরায় কিছু জমি রয়েছে। দু’ভাগে এই জমি রয়েছে। এক ভাগে ৪৫ ডেসিমেল। এটি শেখ মুরশেদ নামে এক ব্যক্তির নামে বর্গা করা রয়েছে। অন্য ভাগে ২৩ ডেসিমেল। এটি শেখ মুসলেম নামে এক ব্যক্তির নামে বর্গা করা রয়েছে। এই জমি নিয়ে গত কয়েক মাসে বেশ কয়েক বার এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, তৃণমূলের এক গোষ্ঠীর কয়েক জন জোর করে জমিতে চাষ করার চেষ্টা করছেন। বুধবার সকালে দু’পক্ষের মধ্যে ফের বিবাদ বাধে। বোমাবাজি হয়। ইট-পাটকেল ছোড়াছুড়িও হয়। এই সময়ে দুই মহিলা ইটের আঘাতে জখম হন। এক গোষ্ঠীতে রয়েছেন স্থানীয় তৃণমূল নেতা ইব্রাহিম আলির অনুগামীরা। অন্য গোষ্ঠীতে শেখ আলি আকবরের অনুগামীরা। জেলা তৃণমূল নেতৃত্বের অবশ্য দাবি, ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। দলের জেলা সভাপতি দীনেন রায় বলেন, “জমি সংক্রান্ত এক বিবাদের থেকে গোলমাল হয়েছে। ঘটনার সঙ্গে দলের সম্পর্ক নেই।” পুলিশ জানিয়েছে, গোলমালে জড়িতদের খোঁজে তল্লাশি চলছে। এলাকায় নজরদারিও
বাড়ানো হয়েছে। |
|
|
|
|
|