টুকরো খবর |
কৃতী সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কের পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় এ বছরের মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ মেধাবী পড়ুয়াদের পড়াশোনা ও উচ্চশিক্ষায় অর্থ সাহায্য করা হল। ব্যাঙ্কের নিজস্ব অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে চেয়ারম্যান বিদ্যুৎ ভট্টাচার্য ও পরিচালন সমিতির গৌর কুণ্ডু, সরোজকুমার রথ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের কল্যাণে গঠিত এক সংস্থাকে একটি ল্যাপটপও প্রদান করা হয়।
|
পরিস্থিতি স্বাভাবিক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সব ছাত্র-সংগঠনকে নিয়ে বৈঠকের পরে আপাতত শান্তি ফিরল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। স্নাতকোত্তরে ভর্তির ফর্ম তোলা নিয়ে মঙ্গলবার সংঘর্ষ বাধে টিএমসিপি-এসএফআইয়ের। তার পরেই সব পক্ষকে বৈঠকে ডাকেন কর্তৃপক্ষ। প্রস্তাব দেওয়া হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনও সংগঠন প্ল্যাকার্ড-ফেস্টুন রাখবে না। তবে এসএফআই ও ডিএসও প্রস্তাব মানেনি। যদিও বুধবার আর গোলমাল হয়নি।
|
যুবতীর দেহ মিলল চন্দ্রকোনা রোডে
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
বুধবার সকালে চন্দ্রকোনা রোডের আমশোল পঞ্চায়েতের বলরামপুরে সাহেববাঁধের জলাশয় থেকে এক অজ্ঞাতপরিচয় যুবতীর পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। দেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন বাসিন্দারা। পুলিশ দেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
|
বাজ পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • গোয়ালতোড় |
বাজ পড়ে মৃত্যু হল একজনের। আহত হয়েছেন তিনজন। বুধবার বিকালে ঘটনাটি ঘটে গোয়ালতোড় থানার পাটাশোলে। মৃতের নাম কৃষ্ণপ্রসাদ মাহাত (৩৬)। আহতদের প্রথমে গোয়ালতোড় ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। পরে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। এ দিন মাঠে কাজের সময় দুর্ঘটনাটি ঘটে।
|
প্রতিবন্ধীদের জন্য |
প্রতিবন্ধীদের ট্রাই-সাইকেল দেওয়া হল বুধবার। মেদিনীপুর সদর ব্লকে। ব্লক প্রশাসনেরই উদ্যোগ। এ দিন ১৫ জনকে ট্রাই-সাইকেল দেওয়া হয়। আরও ১০ জনকে পরে দেওয়া হবে বলে জানিয়েছেন বিডিও অয়ন নাথ। |
|