|
|
|
|
খাদিম-কাণ্ডে ২৭ অগস্ট দ্বিতীয় দফার চার্জ গঠন |
নিজস্ব সংবাদদাতা |
প্রথম পর্যায়ের বিচারে শাস্তি হয়েছে কয়েক জনের। এ বার খাদিম-কর্তা অপহরণ মামলার দ্বিতীয় পর্যায়ের বিচারে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের দিন ধার্য করা হল ২৭ অগস্ট। তার পরেই সাক্ষ্যগ্রহণ শুরু। দ্বিতীয় পর্যায়ে আপাতত চার জন অভিযুক্ত আছেন। তবে আরও দু’জন অভিযুক্তকে নিয়ে আসার কথা সিআইডি-র। ওই দুই অভিযুক্ত এখন ভিন্ রাজ্যের জেলে রয়েছেন।
২০০১ সালের ২৫ জুলাই খাদিম-কর্তা পার্থ রায়বর্মনকে তিলজলা এলাকা থেকে অপহরণ করা হয়। সেই মামলার প্রথম পর্যায়ের বিচারে ২০০৯ সালের ২০ মে আফতাব আনসারি-সহ পাঁচ অপরাধীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়েছিল। সাক্ষ্য দিয়েছিলেন ১৩৯ জন। এই মামলায় অভিযুক্ত আরশাদ, মোজাম্মেল শেখ, তারিক আহমেদ ও ইশাক আহমেদকে বুধবার জেল-হাজত থেকে কড়া পুলিশি পাহারায় আলিপুরে দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজি সফিউর রহমানের আদালতে হাজির করানো হয়। অভিযুক্তেরা বিচারককে জানান, মামলা লড়ার জন্য চার্জশিটের যে-প্রতিলিপি তাঁদের দেওয়া হয়েছিল, তা নষ্ট হয়ে গিয়েছে। নতুন প্রতিলিপি দেওয়ার জন্য তাঁরা আর্জি জানালে তা মঞ্জুর হয়। তাঁরা জানান, মামলা লড়ার জন্য আইনজীবী দাঁড় করানোর আর্থিক সঙ্গতি নেই তাঁদের। সরকার পক্ষ থেকে তাঁদের জন্য আইনজীবীর ব্যবস্থা করার নির্দেশ দেন বিচারক।
ওই চার অভিযুক্ত ছাড়া এই মামলায় অন্য দুই অভিযুক্ত হলেন শাহবাজ ও আখতার। সরকারি আইনজীবী নবকুমার ঘোষ জানান, এই ছ’জনকেই চার্জশিটে ফেরার দেখানো হয়েছিল। অন্য মামলায় তাঁরা ভিন্ রাজ্যের জেলে ছিলেন। |
|
|
|
|
|