দোতলায় ছিলেন না কেউ। একতলার বাসিন্দারা থাকলেও তাঁদের দরজা বাইরে থেকে আটকে দোতলায় উঠে টিভি ও সোনার গয়না লুঠ করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে, এয়ারপোর্ট আড়াই নম্বর গেটের কাছে রাজবাড়ি কলোনিতে। পুলিশ জানায়, মোহন সাউ নামে স্থানীয় এক লোহার ব্যবসায়ীর বাড়িতে ওই রাতে হানা দেয় জনা চারেক দুষ্কৃতী। তিনতলা ওই বাড়ির একতলায় মোহনবাবু ও তার বড় ছেলের পরিবার থাকে। দোতলায় থাকেন তাঁর ছোট ছেলে সুরিন্দর ও তাঁর স্ত্রী। তবে তাঁরা সে দিন বাড়িতে ছিলেন না। পুলিশ জানায়, দুষ্কৃতীরা গেটের তালা ভেঙে ঘরে ঢুকে একতলার ঘরের দরজা বাইরে থেকে আটকে দোতলায় উঠে যায়। ঘরে ঢুকে আলমারি ভেঙে গয়না লুঠ করে, এলসিডি টিভি খুলে নেয়। ওই বাড়ির তিনতলায় থাকেন মোহনবাবুর দুই কর্মচারী। বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করেন তাঁরা। অভিযোগ, তাঁদের মধ্যে নেপাল নামে এক যুবকের হাতে ভোজালির কোপ মেরে পালায় দুষ্কৃতীরা। মোহনবাবু বলেন, “নেপাল ও তার সঙ্গী শঙ্করের চিৎকারে ঘুম ভাঙে। কিন্তু দরজা বন্ধ থাকায় বেরোতে পারিনি। পরে নেপালরা দরজা খুলে দিলে দোতলায় উঠে দেখি আলমারি ভাঙা, গয়না ও টিভি নেই।” এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
|
বিকাশ ভবনের রিক্রিয়েশন ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূলপন্থী স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন। মঙ্গলবার ওই ক্লাবের নির্বাচন হয়েছে। ১৯টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে ফেডারেশন প্রভাবিত এডুকেশন ডিরেক্টরেট কালচারাল ইউনিট (ইডিসিইউ)। সংগঠনটি গত বছর প্রথম ওই ক্লাবের নির্বাচনে জেতে। তবে সে বার বাম-ঘনিষ্ঠ কো-অর্ডিনেশন কমিটির প্রার্থীদের সঙ্গে লড়ে জয়ী হয়েছিল তারা। এ বার কো-অর্ডিনেশন প্রার্থী দিতে পারেনি বলে জানিয়েছেন ফেডারেশনের নেতা মনোজ চক্রবর্তী। তিনি বলেন, “এ বার সংগঠনের একাংশ বিক্ষুব্ধ হয়ে কো-অর্ডিনেশনের সঙ্গে মিলে প্রার্থী দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সাধারণ সদস্যদের সমর্থন পায়নি। আমরা বিনা লড়াইতেই জিতেছি।”
|
স্নাতক সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল কাল |
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ২০১১ সালের বিএ, বিএসসি, বিকম সাপ্লিমেন্টারি পরীক্ষার পার্ট ওয়ান এবং পার্ট টু-র ফল কাল, শুক্রবার প্রকাশিত হবে। ওই দিন বিশ্ববিদালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস থেকে বেলা ১টার পরে কলেজের প্রতিনিধিদের হাতে মার্কশিট দেওয়া হবে। তিনটি ওয়েবসাইট ও এসএমএস করে ফল জানা যাবে। ফল জানা যাবে এই সব ওয়েবসাইটে: www.wbresults.nic.in, www.exametc.com, www.cuexam.net। এসএমএসে ফল জানার জন্য CUUG-এর পরে স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠাতে পারেন ৫৪২৪২ নম্বরে।
|
চলন্ত অটো থেকে রাস্তায় ছিটকে পড়ে মৃত্যু হল অজ্ঞাতপরিচয় এক মহিলার। বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ, ফুলবাগান থানা এলাকায়। পুলিশ জানায়, নারকেলডাঙা মেন রোড দিয়ে যাওয়ার সময় স্থানীয় একটি মাল্টিপ্লেক্সের সামনে অটোটি থেকে রাস্তায় ছিটকে পড়েন বছর ষাটের ওই মহিলা। এনআরএসে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় ওই অটোয় চালক ছাড়া অন্য কেউ ছিলেন না। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই মহিলা অসুস্থ ছিলেন। রাস্তার মোড়ে টাল সামলাতে না পেরে তিনি পড়ে যান।
|
শহরের পৃথক দু’টি এলাকায় উদ্ধার হল দুই যুবকের ঝুলন্ত দেহ। পুলিশ জানায়, বুধবার তিলজলার চৌবাগা রোডের একটি বাড়ি থেকে গোপাল বণিক (৩০) নামে এক যুবকের দেহ মেলে। ঘটনাস্থলে একটি সুইসাইড নোটও মেলে। পুলিশ জেনেছে, মাসখানেক ধরে কাজ না থাকায় মানসিক অবসাদে ভুগছিলেন গোপালবাবু। আগে মুম্বইয়ে দাদার ব্যবসায় কাজ করতেন তিনি। কয়েক মাস আগেই সেখান থেকে ফেরেন। সুইসাইড নোটে নিজের মৃত্যুর জন্য বাবা ও দাদাকে দায়ী করেছেন গোপালবাবু। অন্য দিকে, এ দিনই তপসিয়ার সেকেন্ড লেন এলাকায় এক যুবকের ঝুলন্ত
দেহ উদ্ধার হয়। মৃতের নাম মহম্মদ আফরিন (২৩)। পুলিশ জানায়, তিনি স্থানীয় একটি কারখানার কর্মী ছিলেন। দিন পনেরো আগে তাঁর চাকরি যায়। অভাবের জেরে তাঁর স্ত্রীর সঙ্গে
অশান্তি চলছিল।
|
ভবানীপুরে এক ব্যবসায়ীকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় জড়িত অভিযোগে দুই দুষ্কৃতী গ্রেফতার হল। বুধবার, পার্ক সার্কাস থেকে তাদের ধরেন গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখার অফিসারেরা। ধৃতদের নাম শাহবাজ ও শামসের। ওই ঘটনায় জড়িত সন্দেহে আগে সন্তোষ নামে এক যুবক গ্রেফতার হয়েছিল। পুলিশ জানায়, ৮ জুলাই চক্রবেড়িয়ায় মনোজ সাউ নামে এক ব্যবসায়ীকে গুলি করা হয়। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি বেঁচে যান। অন্য দিকে, পিস্তল ও কার্তুজ-সহ এক দুষ্কৃতী গ্রেফতার হল। মঙ্গলবার, এন্টালির কাঁঠালবাগান থেকে। ধৃতের নাম শেখ রাজা। পুলিশ জানায়, তার বিরুদ্ধে এন্টালির ছাতুবাবু লেনের এক বাসিন্দাকে হুমকি দেওয়া ও তোলাবাজির অভিযোগ আছে। |