হাতির শুঁড়ের ঝাপট, জখম ১
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
বাঁকুড়া, ওন্দায় এক সপ্তাহের মধ্যেই হাতির হানায় দু’জনের মৃত্যু হয়েছে। এ বার বিষ্ণুপুরে হাতির আক্রমণে জখম হলেন মোটরবাইক আরোহী এক যুবক।
সোমবার রাতে বিষ্ণুপুর বন বিভাগের বাসুদেবপুর এলাকায় রাস্তা দিয়ে যাওয়ার সময় বিষ্ণুপুর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বড়কালীতলা এলাকার বাসিন্দা, পেশায় ইলেকট্রিক মিস্ত্রি শঙ্কু দাস নামে এক যুবক একটি হাতির সামনে পড়ে যান। হাতির শুঁড়ের আঘাতে গুরুতর জখম অবস্থায় তিনি মোটরবাইক নিয়ে পালিয়ে বাঁচেন। প্রথমে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার তাঁকে বাঁকুড়া মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। তিনি জানান, সেই রাতে বাসুদেবপুর এলাকায় একটি বাড়িতে ডিশ টিভি লাগিয়ে ফিরছিলেন। রাস্তায় আচমকা হাতির সামনে পড়ে যান। এ দিন সকালে বিষ্ণুপুর হাসপাতালে তিনি বলেন, “কাজ সেরে বাইকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ রাস্তায় একটা হাতির সামনে পড়ে যাই। হাতিটি আমার ডান হাতে শুঁড়ের ঝাপট মারে। সেই অবস্থায় কোনওরকমে আমি পালিয়ে প্রাণে বেঁচেছি।” বিষ্ণুপুরের রেঞ্জ অফিসার প্রকাশচন্দ্র ওঝা বলেন, “সরকারি নিয়ম অনুযায়ী হাতির হামলায় জখম ওই যুবকের চিকিৎসার খরচ বহন করা হবে। বনকর্মীদের এলাকায় হাতির গতিবিধির উপর নজর রাখার জন্য বলা হয়েছে।” তবে হাতির হানা এই এলাকায় ইদানিং ক্রমশ বেড়ে যাওয়ায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। তাঁদের দাবি, বন দফতর অবিলম্বে হাতিটিকে অন্যত্র সরানোর ব্যবস্থা করুক। তা নাহলে আরও বিপর্যয় ঘটবে।
|
কলেজে বৃক্ষরোপণ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
সবুজায়ন দিবসে চলছে গাছ লাগানো। |
ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশনের পক্ষ থেকে বিধাননগরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে বৃক্ষরোপন করা হয় মঙ্গলবার। ছিলেন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়। সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অমল সিংহ জানান, ৫০টি গাছের চারা লাগানো হয়েছে। প্রতিটি জেলায় এক লক্ষ করে চারা গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। |