টুকরো খবর
বৃষ্টির প্রার্থনা, বিতর্কে মার্কিন কৃষি সচিব
অনাবৃষ্টিতে ধুঁকছে ভারত। আর খরা পরিস্থিতি তৈরি হয়েছে সুদূর আমেরিকাতেও। গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে খারাপ খরা পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে দেশ। তাই বিষয়টি নিয়ে এখন চিন্তিত ওবামা প্রশাসন। উদ্বিগ্ন কৃষি সচিব টম ভিলস্যাকও সম্প্রতি এ নিয়ে মুখ খুলেছেন। আগামী কয়েক মাসে খাদ্যশস্যের মূল্যবৃদ্ধি হতে পারে বলে একটা ইঙ্গিতও দিয়ে রেখেছেন তিনি। আর সেই সঙ্গে করছেন বৃষ্টির জন্য প্রার্থনাও। হোয়াইট হাউসে বিবৃতিতে ভিলস্যাক বলেছেন, “আমি রোজ প্রার্থনা করি, আর এখন একটা বাড়তি প্রার্থনাও করছি। আমার যদি বৃষ্টি নিয়ে কোনও গান বা নাচ জানা থাকত, সেটা অবশ্যই করতাম।” পরিসংখ্যান বলছে, আমেরিকার ৬১% এলাকা অনাবৃষ্টির কবলে। ২৯টি রাজ্যের মোট ১৩০০টি কাউন্টিকে খরা প্রবণ বলে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বৃষ্টি না নামলে কৃষকদের আরও কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে বলে স্বীকার করেছেন ভিলস্যাক। যদিও ভিলস্যাকের এই মন্তব্যকে খুব একটা ভাল চোখে দেখেনি দেশের বেশ কয়েকটি সংগঠন। ওবামা প্রশাসনকে এক হাত নিয়েছে কেউ কেউ।

গাড়ি বিস্ফোরণে ইরাকে হত ১১১
দেশের ১৮টি শহরে প্রায় ২৭টি জঙ্গি হামলার জেরে রক্তাক্ত হল ইরাক। যার জেরে মৃত্যু হল ১১১ জনের। আহত তিনশোরও বেশি। হতাহতদের মধ্যে অনেকেই পুলিশ ও নিরাপত্তাকর্মী। এখনও কোনও জঙ্গি সংগঠন এর দায় স্বীকার করেনি। তবে ইরাক পুলিশের সন্দেহ, এর পিছনে হাত রয়েছে আল-কায়দার ইরাক শাখার। সম্প্রতি আল কায়দা, ইরাক ঘোষণা করেছিল, “এ দেশ আগে আল কায়দাই নিয়ন্ত্রণ করত, সে’ দিন আনা হবে।” প্রশাসনের এক মুখপাত্র বলেন, “এই আক্রমণ থেকে এ কথা পরিষ্কার যে ইরাকে অশান্তি এবং হিংসা ছড়াতে উঠেপড়ে লেগেছে আল-কায়দা।” কালও ইরাকে একটি বিস্ফোরণে ২০ জনের মৃত্যু হয়। আজ নিশানায় ছিল সেনা ছাউনি, থানা, সরকারি কার্যালয়গুলি। আক্রমণে নিশানায় ছিল সালাহুদ্দিন প্রদেশের দুলুইয়া শহরের কাছে একটি সেনা ছাউনি। স্থানীয় সময় ভোর ৫টা নাগাদ কিছু বন্দুকধারীর হানায় প্রাণ হারান ১৫ সেনা। ভোর থেকে দুপুরের মধ্যে বিস্ফোরণ শুরু হয়।

সীমান্ত চুক্তির দ্রুত রূপায়ণে চাপ ঢাকার
সীমান্ত চুক্তি দ্রুত রূপায়ণের জন্য নয়াদিল্লির উপর চাপ বাড়ালো ঢাকা। আজ দু’দেশের বিদেশসচিব পর্যায়ের বৈঠকে বিষয়টি উঠে এসেছে। বাংলাদেশের বিদেশসচিব মহম্মদ মীরাজুল কায়েস জানান, “দু’দেশের মধ্যে চুক্তি হয়ে যাওয়ার পরেও তা রূপায়িত না হলে খারাপ বার্তা যায়।” ভারতের পক্ষে জানানো হয়েছে, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় কিছু বাধ্যবাধকতার মধ্যে দিয়ে সরকারকে চলতে হয়। অভ্যন্তরীণ ক্ষেত্রে ঐকমত্যে আসার জন্য কিছুটা সময় লাগবে। তিস্তা চুক্তির বিষয়টি নিয়ে বরং নয়াদিল্লিকে সময় দিতে চাইছে বাংলাদেশ। কায়েস-এর কথায়, “আমরা চাইছি যত দ্রুত সম্ভব তিস্তা চুক্তি হোক। ভারতও জানিয়েছে যে তারাও বিলম্ব চাইছে না। কিন্তু তাদের কিছু অভ্যন্তরীণ মতপার্থক্য রয়েছে। সেটা সামলানোর জন্য কিছুটা সময় মনমোহন সরকারকে দিতে চাইছি।”

ব্রিটেনে দোষী ৬ এশীয়
বেআইনি শেয়ার লেনদেন কাণ্ডে জড়িত থাকার অপরাধে মঙ্গলবার ব্রিটেনে বসবাসকারী ছ’জন এশীয়কে দোষী সাব্যস্ত করল ইংল্যান্ডের সাউথওয়ার্ক ক্রাউন আদালত। এঁরা হলেন আলি মুস্তাফা, প্রদীপ সাইনি, পরেশ শাহ, নীতিন শাহ, বিজল শাহ, তৃপ্তেশ পটেল। ইংল্যান্ডের বাজার নিয়ন্ত্রক ফিনান্সিয়াল সার্ভিসেস অথরিটির দাবি, রয়টার্স, বিফা-সহ ছ’টি সংস্থার অধিগ্রহণ, লেনদেন নিয়ে গোপন তথ্য লগ্নিকারীদের আগাম জানিয়ে তাঁরা বেআইনি ভাবে শেয়ার কেনাবেচা করাতেন। এ ভাবে ২০০৬-২০০৮ পর্যন্ত ৭৩ কোটি পাউন্ডেরও বেশি (প্রায় ৬,৪২৪ কেটি টাকা) কামিয়েছেন ছ’জন।

হুমকি সিরিয়ার
বাইরের কোনও দেশ আক্রমণ করলে নিজেদের রাসায়নিক ও জৈব অস্ত্র প্রয়োগ করবে বলে সরাসরি হুমকি দিল সিরিয়া। পশ্চিমী দুনিয়া বহু দিন ধরেই আসাদ-সরকারের রাসায়নিক অস্ত্র-ভাণ্ডার নিয়ে সরব। যদিও সিরিয়ার তরফে আগে কখনও এই অভিযোগ স্বীকার করা হয়নি। আজ সিরিয়ার বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র বলেন, ওই মারণাস্ত্র বিদ্রোহী-দমনে ব্যবহার করা হবে না। কিন্তু বিদেশি রাষ্ট্র আক্রমণ করলে ওই অস্ত্র প্রয়োগ ছাড়া আর উপায় থাকবে না। বুধবার দামাস্কাসে জাতীয় নিরাপত্তা ভবনের সদর দফতরে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হন প্রশাসনের ৪ কর্তা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.