রবিবার জেলা পুলিশের উদ্যোগে মারিশদা থানার তেলিপুকুরের বি কে জাগৃহি বিদ্যালয়ে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। জেলা পুলিশ সূত্রে খবর, শিবিরে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণের পাশাপাশি চোখের ছানি অপারেশনের জন্য ৬৫ জনকে চিহ্নিত করা হয়েছে। জেলা পুলিশের উদ্যোগেই কলকাতায় তাঁদের অপারেশন করা হবে। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী, এসডিপিও ইন্দ্রজিৎ বসু, মারিশদা থানার ওসি চম্পক রায় চৌধুরী, উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি, স্কুলের প্রধান শিক্ষক পুলিনবিহারী নায়ক ও সমাজসেবী শান্তনু মুখোপাধ্যায়। এ ছাড়াও মারিশদা থানার পুলিশ কর্মীরা ও স্থানীয় পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা উপস্থিত ছিলেন।
|
সরকারি হাসপাতালগুলিতে রুগ্ণ নবজাতক পরিচর্যাকেন্দ্রের সংখ্যা বাড়ানোর উদ্যোগ সফল করতে নিজেদের কাজের গণ্ডি বৃদ্ধির প্রতিশ্রুতি দিলেন সহকারী সুপারিন্টেন্ডেন্টরা। রবিবার ‘অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস অ্যাডমিনিস্ট্রেটর্স’-এর বার্ষিক সাধারণ সম্মেলনে তাঁরা জানান, মা ও শিশুর স্বাস্থ্যকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে অগ্রাধিকার দিচ্ছেন, সেই পথই অনুসরণ করবেন তাঁরা। প্রয়োজনে বাড়তি দায়িত্ব নিতেও তাঁরা প্রস্তুত। পাশাপাশি, রাজ্যের বিভিন্ন হাসপাতালে সহকারী সুপারদের শূন্য পদ পূরণের দাবিও ওঠে। সম্মেলনের উদ্বোধন করেন সাংসদ সুব্রত বক্সী।
|
রক্তের চাহিদা মেটাতে পুলিশের উদ্যোগে রক্তদান শিবির হল কোলাঘাটে। রবিবার তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ে এই রক্তদান শিবিরে শতাধিক ব্যক্তি রক্তদান করেন। ছিলেন বিধায়ক বিপ্লব রায়চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অমিত সিং ভরত রাঠোর, তমলুকের এসডিপিও পারিজাত বিশ্বাস প্রমুখ।
|
পুলিশের উদ্যোগে চুরুলিয়া ও জামুড়িয়ায় চক্ষুপরীক্ষা শিবিরে ৮০০ জনকে পরীক্ষা করেন চেন্নাইয়ের ১২ চিকিৎসক। ৩১৩ জন চশমা ও ৭০ জন ছানি অপারেশনের জন্য চিহ্নিত হয়েছেন। |