কেন্দ্রের প্রস্তাবিত এইমসের ধাঁচে হাসপাতাল গড়ার জন্য রাজ্য সরকারকে স্বেচ্ছায় জমি দিতে প্রস্তুত রয়েছেন রায়গঞ্জের পানিশালা এলাকার চাষিরা। প্রণববাবু রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিজয় মিছিলে যোগ দেওয়ার আগে এ কথা ঘোষণা করলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত। তিনি বলেন, “তৃণমূল নেতারা প্রকাশ্যে বলছেন রাজ্য সরকার জোর করে জমি অধিগ্রহণ করবে না। চাষিরা স্বেচ্ছায় জমি দেওয়ার কথা ঘোষণা করলে রাজ্য সরকার তাঁদের উপযুক্ত ক্ষতিপূরণ দিয়েই অধিগ্রহণ করবে। ভাল কথা। যারা এসব কথা বলছেন তাঁদের জানাই, চাষিরা হাসপাতাল তৈরির জন্য স্বেচ্ছায় জমি দিতে প্রস্তুত রয়েছেন। অনেক চাষি তাঁদের ইচ্ছের কথা জেলা প্রশাসনকে জানিয়েছেন।” জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া বলেন, “রাজ্য নির্দেশ না দেওয়া পর্যন্ত জমি অধিগ্রহণ করা সম্ভব নয়। কেউ স্বেচ্ছায় জমি দেওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন কি না তা খোঁজ নিয়ে দেখব।” তৃণমূলের জেলা সভাপতি অমল আচার্য বলেন, “আমরাও চাই রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি হোক। চাষিদের সঙ্গে দলের তরফে কথা বলা হবে। তাঁরা স্বেচ্ছায় জমি দেওয়ার কথা জানালে তা রাজ্যকে জানিয়ে দেওয়া হবে।” ২০০৯ সালে ৫ ফেব্রুয়ারি কেন্দ্রর রায়গঞ্জে ৮২৩ কোটি টাকা খরচে ১০০ একর জমিতে ৯৬০ শয্যার এইমসের ধাঁচে হাসপাতাল গড়ার কথা ঘোষণা করে। ২০১০ সালের অক্টোবর মাসে কেন্দ্রের প্রতিনিধি দল রায়গঞ্জের পানিশালায় জেলা প্রশাসনের চিহ্নিত প্রায় ১২০ একর জমি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। কংগ্রেসের অভিযোগ, বাম সরকার হাসপাতাল তৈরির জন্য জমি অধিগ্রহণ করেনি। ক্ষমতা বদলের পর রাজনৈতিক স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালের জন্য জমি অধিগ্রহণ করছেন না। দলের তরফে প্রধানমন্ত্রীর কাছে অধিগ্রহণের দাবি তোলা হলেও তৃণমূলের বিরোধিতায় তা আটকে। |