দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ পর্যন্ত ম্যাচ জিতুক বা না জিতুক, অধিনায়ক গ্রেম স্মিথের শততম টেস্টকে ইতিমধ্যেই স্মরণীয় করে তুলেছেন তাঁর দুই সতীর্থ হাসিম আমলা এবং জাক কালিস। রেকর্ডের পর রেকর্ড গড়ে।
স্মিথ নিজে তো আগের দিন সেঞ্চুরি করেছিলেনই, আজ ওভালে তাঁকে ছাপিয়ে গেল আমলা-কালিস জুটি। আমলা (৩১১ নটআউট) দক্ষিণ আফ্রিকার প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করলেন। আগের সর্বোচ্চ ছিল এবি ডেভিলিয়ার্সের অপরাজিত ২৭৮। কালিস কেরিয়ারের ৪৩তম টেস্ট সেঞ্চুরি করে ১৮২ নটআউট। টেস্টে দেড়শো বা তার বেশি রানের ইনিংস খেলার বিচারে কালিস (১৪) এখন স্টিভ ওয়, জয়বর্ধনে, সহবাগের সঙ্গে ষষ্ঠ। সবার উপরে সচিন (২০)।
আমলা টেস্টের ১৩৫ বছরের ইতিহাসে ২২তম ক্রিকেটার হিসেবে ত্রিশতরান করলেন। টেস্টে মোট ট্রিপল সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ২৬। দুটো করে ট্রিপল সেঞ্চুরি আছে চারজনের — ব্র্যাডম্যান, লারা, গেইল, সহবাগ। ইংল্যান্ডের মাঠে শেষ ট্রিপল সেঞ্চুরি করেছিলেন এক ইংরেজই গ্রাহাম গুচ। ১৯৯০-এ ভারতের বিরুদ্ধে লর্ডসে ৩৩৩। আমলার এর আগে টেস্টে সর্বোচ্চ রান ছিল ২৫৩ নটআউট, ভারতের বিরুদ্ধে ২০১০ নাগপুর টেস্টে। আমলা-কালিস অবিচ্ছেদ্য তৃতীয় উইকেটে ৩৭৭ রান তোলেন। তৃতীয় উইকেটে যেটা ষষ্ঠ সর্বোচ্চ রানের পার্টনারশিপ। দক্ষিণ আফ্রিকার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে আছে রুডলফ-ডিপেনার জুটির ৪২৯ রান। চতুর্থ দিন চা-বিরতিতে দক্ষিণ আফ্রিকা ৬৩৭-২-তে ডিক্লেয়ার না করলে সেই রেকর্ডও হয়তো ভেঙে যেত। কিন্তু জেতার তাগিদে স্মিথ পাঁচটি সেশন তাঁর বোলারদের দিয়েছেন ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে অল আউট করার জন্য। ২৫২ রানে পিছিয়ে থাকা ইংল্যান্ড দিনের শেষে ১০২-৪। |