কলোরাডো হত্যাকাণ্ডে অভিযুক্ত জেমস ইগান হোমসের ফ্ল্যাটে ঢোকার জন্য আজ সেখানে ‘নিয়ন্ত্রিত বিস্ফোরণ’ ঘটালেন তদন্তকারীরা। অরোরা থিয়েটারে ওই হত্যাকাণ্ডের পিছনে জেমসের কী উদ্দেশ্য ছিল, তা এখনও জানা যায়নি। ফ্ল্যাট থেকে এ ব্যাপারে কিছু তথ্য মিলতে পারে, এই উদ্দেশ্যেই সম্পূর্ণ ভাবে জেমসের ফ্ল্যাটের দখল নেওয়ার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
তবে, কাজটা খুব একটা সহজ নয় বলে দাবি পুলিশের। কারণ গত কাল অত্যাধুনিক ক্যামেরা দিয়ে জেমসের ফ্ল্যাটের ভিতরের যে ছবি তদন্তকারীরা দেখেছিলেন, তাতে বোঝা যায় গোটা ফ্ল্যাটটাই একটা ‘মৃত্যুফাঁদ।’ সেই ফাঁদ কেটে নিরাপদে ফ্ল্যাটে ঢোকাটাই চ্যালেঞ্জ পুলিশের কাছে। কলোরাডো পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ফ্ল্যাটে ঢোকার ‘প্রথম বাধা’টা তাঁরা পেরিয়েছেন। ঘরে প্রচুর পরিমাণ ইলেকট্রিকের তার ছড়িয়ে ছিল। সেগুলি বিশেষজ্ঞেরা নিষ্ক্রিয় করতে পেরেছেন বলে জানা গিয়েছে।
তবে ওই মুখপাত্র জানিয়েছেন, এখনও কিছু বিস্ফোরক-সরঞ্জাম রয়েছে ঘরের ভিতরে। |