টুকরো খবর |
সিপিএম-তৃণমূল সংঘর্ষ মকদমপুরে
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
তৃণমূলের পোষ্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিবাদের জেরে সিপিএম-কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে বৃহস্পতিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে মালদহের চাঁচলের মকদমপুর গ্রাম পঞ্চায়েতের কাঠিগরপাড়া এলাকা। জখম দুই মহিলা সহ ২০ জন। এঁদের মধ্যে ৫ জনকে চাঁচল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রাতেই তৃনমূলের তরফে গ্রাম পঞ্চায়েতের এক কংগ্রেস সদস্যের নেতৃত্বে সিপিএম কর্মীরা হামলা চালায় বলে ৩৪ জনের নামে পুলিশে অভিযোগ করা হয়। শুক্রবার বিপক্ষের তরফেও ১৯ জনের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূল কংগ্রেস-সিপিএমের বিরুদ্ধে হামলার অভিযোগ তুললেও কংগ্রেস-সিপিএমের তরফে অবশ্য পোষ্টার ছেঁড়ার ঘটনাটিকেই সাজানো বলে দাবি করা হয়েছে। তাদের দাবি, পারিবারিক ঘটনার জেরে দুটি পরিবারের সংঘর্ষে জড়িয়ে পড়েন গ্রামের বাসিন্দাদের একাংশ। আর তাতেই রাজনীতির রং দিয়ে মিথ্যা মামলা সাজিয়েছে তৃণমূল। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেছেন, “পোষ্টার ছেঁড়াকে কেন্দ্র করে একটা মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তে সমস্ত অভিযোগই খতিয়ে দেখা হবে।” তৃণমূলের অভিযোগ, ২১ জুলাই শহিদ দিবস পালনের পোষ্টার কংগ্রেস-সিপিএম সমর্থকরা ছিঁড়ে ফেলেন। তৃণমূল সমর্থকেরা প্রতিবাদ করলে আক্রমণ করা হয় বলে অভিযোগ।
|
অপহরণের নালিশ
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়ে দশম শ্রেণির এক ছাত্রী অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার বালুরঘাটের খাদিমপুর এলাকার বাসিন্দা ১৭ বছরের ওই কিশোরীকে ফুঁসলে অপহরণ করা হয়েছে বলে তার পরিবারের লোকজনের অভিযোগ। ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার বিকেলে দুই যুবকের বিরুদ্ধে বালুরঘাট থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছেন ছাত্রীর আত্মীয়রা। পুলিশ জানিয়েছে, দুই অভিযুক্তের মধ্যে একজন কলকাতার বাসিন্দা। তাঁর সঙ্গে ছাত্রীর মোবাইলে যোগাযোগ ছিল বলে পুলিশ জানতে পেরেছে। বালুরঘাট থানার আইসি মনোজ চক্রবর্তী বলেন, “অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।”
|
ডাইনি অপবাদে খুনের চেষ্টা
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
ডাইনি অপবাদে এক মহিলাকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগে তাঁর ননদ, ননদের স্বামী ও তাঁদের ছেলেকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রায়গঞ্জ থানার দক্ষিণ সোহারই থেকে তাদের ধরা হয়। ওই মহিলা ও তাঁর চার ছেলে মেয়েকেও উদ্ধার করেছে পুলিশ। ওই মহিলার নাম মলিনা কিস্কু। ধৃতদের নাম হিরামণি টুডু, ছটু মর্মু ও সকল মুর্মু। রায়গঞ্জ থানার আইসি সমীর পাল বলেন, “পেশায় চাষি ওই মহিলার স্বামী রবিন টুডুর অভিযোগের ভিত্তিতে তিনজনকে ধরা হয়েছে। এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে তিনটে নাগাদ অভিযুক্তরা মলিনাদেবীকে একটি ঘরে আটক করে তাঁর স্বামী ও ছেলেমেয়েদের সামনেই পিটিয়ে খুনের চেষ্টা হয় বলে অভিযোগ। মলিনাদেবীর অভিযোগ, অভিযুক্তরা তাঁর ৬ বিঘা জমি দখল করার চেষ্টা করছিল। খুনেরও হুমকি দিচ্ছিল। ধৃত হিরামণি টুডু অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা মলিনাকে পিটিয়ে খুনের চেষ্টা করিনি।”
|
জানলা ভেঙে ফেরার বন্দি
নিজস্বসংবাদদাতা • মালদহ |
মালদহ আদালতের শৌচাগারের জানলার লোহার রড ভেঙে থেকে পালিয়েছে দুই জন বিচারাধীন বন্দি। শুক্রবার এই ঘটনাটি ঘটেছে। ঘটনার পর তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল। জেলা পুলিশ সুপার বলেন, “মালদহ থানা জাল নোটের দুই কারবারীকে গ্রেফতার করেছিল। দুই জনকে এদিন আদালতে তোলা হয়। আদালতের লকআপের বাথরুমের উপরে জানালার লোহার রড ভেঙে দুই জন পালিয়েছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে কারও গাফিলতির প্রমাণ মিললে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই আসামির নাম দিলীপ হালদার এবং লব মণ্ডল। এদের বাড়ির মালদহের বাহান্নবিঘা এলাকায়।
|
ভাসাল সাহু
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সাহু নদীর জলস্রোতে হাতিয়াডাঙা এলাকার পাড় লাগোয়া ৪টি বাড়ি ভেসে গিয়েছে। অন্তত ২০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের নির্দেশে দুর্গত বাসিন্দাদের জন্য হাতিয়াডাঙা প্রাথমিক স্কুলে ত্রাণ শিবির খোলা হয়েছে। অন্তত ১৫০ জন বাসিন্দা রয়েছেন সেখানে। বিডিও অফিস থেকে খাবার ব্যবস্থা করতে চাল, ডাল, চিড়ে, গুড় পাঠানো হয়েছে। ডাবগ্রাম ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে থাকা ওই জায়গা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিধানসভা এলাকার মধ্যেই পড়ে। শিলিগুড়ি পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের লিম্বু বস্তি, ১ নম্বর ওয়ার্ডের অম্বেডকর কলোনি এলাকাতে শুক্রবারও জলবন্দি রয়েছেন অনেক মানুষ। পুরসভার তরফে তাঁদের ত্রাণ বিলি করা হয়েছে। ৪৬ নম্বর ওয়ার্ডে শিবনগর হাতিডোবা এলাকায় পঞ্চানই নদীর স্রোতে ক্ষতিগ্রস্ত বাঁধে বালির বস্তা ফেলে পরিস্থিতি মোকাবিলার কাজ করছে পুরসভা। রাজীবনগর এলাকার একাংশেও এ দিন জল জমেছিল। ৪২ নম্বর ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত মহানন্দার বাধেও মেরামতির কাজ করা হচ্ছে সেচ দফতরের তরফে। মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “কিছু জায়গা এখনও জল জমে রয়েছে। দুর্গত বাসিন্দাদের প্রয়োজন মতো ত্রাণ পাঠানো হচ্ছে। কোনও সমস্যা হলে পুরসভার কাউন্সিলরদের সঙ্গেল যোগাযোগ করতে বলা হয়েছে।”
|
ক্ষতিগ্রস্ত রায়পাড়া
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
তিস্তা নদী গতি বদলে ঢুকে পড়ল জলপাইগুড়ি সদর ব্লকের রায়পাড়াতে। বৃহস্পতিবার রাতের ঘটনা। ৭১টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে ২০০ বিঘা চাষের জমি এবং সেচ দফতরের একটি স্পার। এলাকাটি বোয়ালমারি-নন্দনপুর গ্রামপঞ্চায়েতের অন্তর্গত। আচমকা জল আসায় ৭১টি পরিবার প্রথমে তিস্তার বাঁধে আশ্রয় নেন। পরে তাঁদের কচুয়া বোয়ালমারি হাইস্কুলে নিয়ে আসা হয়। পঞ্চায়েতের প্রধান সন্তোষ বাড়ুই বলেন, “পরিস্থিতি বিডিওর মাধ্যমে জেলাশাসককে জানানো হয়েছে।”
|
সময়সীমা বাড়ল
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
ডালখোলার শ্রীঅগ্রসেন কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়ালেন কলেজ কর্তৃপক্ষ। শুক্রবার কলেজে ফের চালু হয়েছে ফর্ম জমা নেওয়ার কাজ। গত ১৯ জুলাই অবধি ফর্ম জমা দেওয়ার সময়সীমা থাকলেও তা বাড়িয়ে ২৩ জুলাই করা হয়েছে।
|
ধর্না |
ভর্তির দাবিতে আনন্দচন্দ্র কলেজে ধর্না শুরু করেছে ছাত্র পরিষদ। শুক্রবার থেকে অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্র পরিষদ। প্রথম বর্ষে পৃথক সেকশন খুলে ২৪৭ জন ছাত্রছাত্রীকে ভর্তি নেওয়ার দাবি তাদের। বৃহস্পতিবার আনন্দচন্দ্র কলেজে ১১২ জন ছাত্রছাত্রীকে ভর্তি নেওয়া হবে বলে জানায় কলেজ কর্তৃপক্ষ। তার পরেই বিক্ষোভ শুরু করে ছাত্র পরিষদ। |
|