নিয়ম নীতির কোনও তোয়াক্কা না করে অবৈধ ভাবে ছাদে যাত্রী বোঝাই করে ছুটছে ছোট গাড়ি। এমন দৃশ্য হামেশাই দেখা যায় ফালাকাটা-বীরপাড়া রাস্তায়। ওই ধরনের ছোট গাড়িতে ঝুলন্ত অবস্থায় যেতে গিয়ে হাত ফসকে পড়ে মৃত্যু হয়েছে বীরপাড়া মহাবীর হিন্দি হাই স্কুলের ছাত্র সানু রায়ের (১৪)। বৃহস্পতিবার ইউনিট টেস্টের পরীক্ষা দিয়ে সে ছোট গাড়ির ছাদে চেপে ফালাকাটার বাড়ির উদ্দেশে রওনা হয়। ডালিমপুর গ্রামের কাছে ছাদ থেকে পড়ে যায় সে মাথায় চোট লাগে। লোকজন তাকে ফালাকাটা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওই ছাত্রের মৃত্যু হয়। এই ঘটনার পর শুক্রবার সকালে ডালিমপুর গ্রামের বাসিন্দারা বেপরোয়া গাড়ি চলাচলের বিরুদ্ধে পথে নেমে টানা দেড় ঘণ্টা পথ অবরোধ করেন। আলিপুরদুয়ারের মহকুমা শাসক অমলকান্তি রায় বলেন, “পরিবহণ দফতরের কর্মীরা নজরদারি করছেন। তাঁদের নজর এড়িয়ে এ ভাবে যাত্রী পরিবহণ করানো হবে কেন? পুলিশ ও পরিবহণ দফতরের কর্মীদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য নির্দেশ দিয়েছি।” বাসিন্দাদের অভিযোগ, ফালাকাটায় শতাধিক ছোট গাড়ি বিভিন্ন রাস্তায় চলাচল করে। আসন সংখ্যা কোনও গাড়ির ১১ জন। আবার কোনটির ১৪ জন। |
সেই নির্দিষ্ট আসনের বাইরে প্রতিনিয়ত দ্বিগুণের বেশী যাত্রী নিয়ে গাড়ি চালাচ্ছে চালকরা। বৃহস্পতিবার ছাত্রের মৃত্যুর ঘটনার পরে শুক্রবার একই ভাবে ছাদে ও ঝুলিয়ে যাত্রী পরিবহণের চিত্র উঠে এসেছে। ফালাকাটা থানার আই সি ফরিদ হোসেন বলেন, পুলিশ চুপ করে বসে নেই। অনিয়ম দেখলে মামলা করা হয় প্রতি মাসে গড়ে ৩০-৪০ টি এ ধরণের মামলা করা হচ্ছে ছাদে বা ঝুলিয়ে যাতে যাত্রী পরিবহন না করা হয় সে জন্য পরিবহণ মালিকদের সঙ্গে বৈঠক করে বলে দেওয়া হয়েছে।” বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে স্কুলের শিক্ষকরাও। ফালাকাটা হাই স্কুলের প্রধান শিক্ষক সুভাষ সেনগুপ্ত বলেন, “ছাদে বা লোকজনকে ঝুলিয়ে গাড়ি চালানো কোন ভাবে ঠিক নয়। তা সকলকে বুঝতে হবে। প্রশাসনকে বিষয়টি নিয়ে দেখা উচিত।” তৃণমূল নেতা সুরেশ লালা বলেন, “গাড়ি মালিকদের পাশাপাশি লোকজনকে সচেতন হওয়া খুব প্রয়োজন।” ফালাকাটা ব্লক কংগ্রেস সভাপতি স্বপন বসু জানান, বেশি টাকা আয় করতে বিপজ্জনক ভাবে যাত্রী পরিবহণ করাটা ঠিক নয়। প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ। ছোট গাড়ি মালিকদের সংগঠন ম্যাক্সি ক্যাব ওয়েলফেয়ার ওনার্স অ্যাসোসিয়েশন অব নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি জেলা সম্পাদক আনন্দ সরকার বলেন,“মালিক বা চালক কেউ চান না আসন সংখ্যা অনুযায়ী বেশী যাত্রী গাড়িতে উঠুক। অনেক ক্ষেত্রে হুমকি দিয়ে ভয় দেখিয়ে যাত্রীরা তা বাধ্য করেন। এ বিষয়ে সচেতন করতে ইতিমধ্যে আমরা লিফলেট ছাপিয়ে প্রচার চালিয়েছি।” এ দিকে দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়া গাড়িটি পুলিশ আটক করতে পেরেছে। তবে চালককে ধরতে পারেনি। মৃত ওই ছাত্রের দেহ আলিপুরদুয়ারে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। |