কয়েক দিন ধরে এলাকা বিদ্যুৎহীন থাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী। শুক্রবার সকালে পাড়া থানার আনাড়া গ্রামের বাসিন্দারা কালী মন্দিরের কাছে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক অবরোধ করেন। পুলিশের হস্তক্ষেপে পরে অবরোধ ওঠে। গ্রামবাসীরা জানান, কালীমন্দির লাগোয়া এলাকায় ট্রান্সফর্মার চার দিন ধরে বিকল থাকায় এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। তাঁদের অভিযোগ, বিদ্যুৎ দফতরে সমস্যার কথা জানিয়েও সমাধান হয়নি। এ দিন পুলিশ গিয়ে বিদ্যুৎ দফতরের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিলে অবরোধ ওঠে।
|
মাঠের খাল থেকে উদ্ধার হল এক যুবকের দেহ। পুলিশ জানায়, মৃতের নাম উদয় মুখোপাধ্যায় (২৩)। বাড়ি মাড়গ্রাম থানার সন্ধ্যাজোল গ্রামে। বৃহস্পতিবার বিকেলে দেহটি উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক। বুধবার গরু নিয়ে খাল পারাপার করতে গিয়ে কোনও ভাবে জলে পড়ে যান। বৃহস্পতিবার দেহটি ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন।
|
বজ্রাঘাতে মৃত্যু হল এক কিশোরের। বৃহস্পতিবার সন্ধ্যায় সাঁতুড়ির বালিতোড়া গ্রামের অদূরে এই ঘটনাটি ঘটে। মৃতের নাম অক্ষয় বাউরি (১৪)। তার বাড়ি ওই গ্রামেই। গরু চরিয়ে বাড়ি ফেরার সময়ে বৃষ্টি নামায় সে আশ্রয় নিয়েছিল গ্রামের অদূরে মাঠের গাছতলায়। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। |