একই রাতে এলাকার বেশ কয়েকটি দোকানে চুরি ও স্কুলে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটল বিষ্ণুপুরের রাধানগর গ্রামে। আগের রাতের এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে ঘণ্টা দেড়েক বিষ্ণুপুর-সোনামুখি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পুলিশ গিয়ে তদন্তের আশ্বাস দেওয়ার পরে বাসিন্দারা অবরোধ তুলে নেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে গ্রামে আনন্দময় দে, উদয় দে নামে দু’জন ব্যবসায়ীর গয়নার দোকান এবং পাশেই জয়দেব বড়ালের স্টেশনারি দোকানটি ভাঙা অবস্থায় দেখতে পান গ্রামবাসীরা। পরে নজরে পড়ে রাধানগর হাইস্কুলের কম্পিউটার ঘরেও দুষ্কৃীতিরা ঢুকে তছনছ করেছে। আনন্দময়বাবুর দাবি, তাঁর দোকানের জানালা ভেঙে লক্ষাধিক টাকার সোনা-রুপোর গয়না চুরি হয়েছে। অন্য দু’টি দোকান থেকেও কয়েক হাজার টাকার জিনিসপত্র খোয়া গিয়েছে বলে অভিযোগ। |
শুক্রবার অবরোধের ছবিটি তুলেছেন শুভ্র মিত্র। |
স্কুলের প্রধান শিক্ষক প্রভাত পান বলেন, “দুষ্কৃতীরা কিছু নিয়ে যেতে না পারলেও কম্পিউটার ঘরে ভাঙচুর করেছে। বহু নথিপত্র ওলোট-পালট করে দিয়েছে। কারা কী উদ্দেশ্যে এ সব করেছে, বুঝতে পারছি না। পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে।” বিষ্ণুপুরের আইসি প্রবীর মুখোপাধ্যায় বলেন, “সামনেই ওই স্কুলে পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন। রাজনৈতিক কারণে এই হামলা বলে আমাদের প্রাথমিক অনুমান। দোকানে চুরির সঙ্গে এর কোনও যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।” |