মিড-ডে মিলের চাল চুরি, বাসন্তীতে ধৃত প্রধান শিক্ষক |
মিড ডে মিলের চাল চুরির অভিযোগে শুক্রবার গ্রেফতার করা হল বাসন্তীর দক্ষিণ মোকামবেড়িয়া ফ্রি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মির কাশেম দাসকে। স্থানীয় বাসিন্দারা দিন কয়েক আগে এ নিয়ে বাসন্তীর বিডিও সুসময় বিশ্বাসের কাছে অভিযোগ জানান। বিডিও পুলিশকে তদন্তের নির্দেশ দেন। ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করে ৬ কুইন্টাল চাল উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি, জেরায় প্রধান শিক্ষক জানিয়েছেন, সর্বশিক্ষা মিশনের টাকায় ওই স্কুলে নতুন ভবন তৈরি হচ্ছে। কিন্তু চেক ভাঙাতে না পারায় তিনি শ্রমিকদের পারিশ্রমিক দিতে পারছিলেন না। তাই টাকার বিনিময়ে তিনি মিড-ডে মিলের চাল পারিশ্রমিক হিসেবে দেন।” বিডিও বলেন, “গ্রামবাসীদের কাছ থেকে অভিযোগ পাই। সেই মতো পুলিশকে তদন্তের নির্দেশ দিই। প্রধান শিক্ষক এ ভাবে মিড ডে মিলের চাল শ্রমিকদের পারিশ্রমিক হিসেবে দিতে পারেন না।’’
|
রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ |
সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ এবং আইন অমান্য করলেন বাসন্তী ব্লক কংগ্রেস ও আইএনটিইউসি-র সদস্যেরা। শুক্রবার সকাল ৬টা থেকে বাসন্তী-গদখালি রাস্তায় অবরোধ চলে। ফলে বিপাকে পড়ে স্কুল পড়ুয়ারা। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। পরে বাসন্তীর বিডিও সুসময় বিশ্বাস এবং বাসন্তী থানার ওসি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে অবরোধ তোলার চেষ্টা করেন। কিন্তু অবরোধকারীরা অনড় থাকায় পুলিশ স্থানীয় কংগ্রেস নেতা এআইসিসি সদস্য অর্ণব রায়-সহ অন্য নেতাদের গ্রেফতার করে।
|
মাটি খুঁড়ে দেহ উদ্ধার বনগাঁয় |
মাটিতে পুঁতে রাখা এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বনগাঁর হরিদাসপুর সীমান্ত এলাকায় বৃহস্পতিবার রাতে দুর্গন্ধ পেয়ে চাষিরা পুলিশকে খবর দেন। বনগাঁর এসডিপিও রূপান্তর সেনগুপ্ত, আইসি জাফর আলম এবং বিডিও সুশান্ত কুমার বসুর উপস্থিতিতে দেহটি তোলা হয়। বছর তিরিশের ওই যুবকের পরিচয় জানা যায়নি। তবে দেহে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পুলিশ বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
|
চোলাই বিক্রি, বসিরহাটে ধৃত ২ |
চোলাই বিক্রির অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক হয়েছে একটি মোটরবাইক। নষ্ট করে দেওয়া হয়েছে কয়েকশো লিটার চোলাই। শুক্রবার সকালে বসিরহাটের আমতলা এবং ময়লাখোলার ঘটনা।
|
মঙ্গলবার রাতে বাঁশবাড়ি গ্রামে পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধার সময় তা ফেটে জখম হয় দু’জন। তাদের বসিরহাট হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে একজনকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে আয়ুব আলি মৃধা (২৪) সেখানেই মারা যায়। |