দ্বিজেন্দ্রলাল রায়ের নামে দক্ষিণ কলকাতার আলিপুরে ৩ একর জমির উপরে একটি সাংস্কৃতিক কেন্দ্র তৈরি হবে। শুক্রবার কৃষ্ণনগরে দ্বিজেন্দ্রলালের সার্ধ শত জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ কথা বলেন। তিনি জানান, বৃহস্পতিবারই কলকাতার মহাকরণে মুখ্যমন্ত্রী সে কথা ঘোষণা করে দিয়েছেন। শিক্ষামন্ত্রী এই দিন প্রথমে যান কৃষ্ণনগর স্টেশন সংলগ্ন দ্বিজেন্দ্র পাঠাগারে। সেখান থেকে চলে আসেন নদিয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদ আয়োজিত অনুষ্ঠানে। সেখানে কবির একটি মূর্তির উন্মোচন করেন তিনি। তারপরে বলেন, “শুধু মূর্তি প্রতিষ্ঠা বা মাল্যদান করলেই হবে না। দ্বিজেন্দ্রলালের সৃষ্টিকে চর্চার মাধ্যমে বাঁচিয়ে রাখতে হবে।” তিনি বলেন, “দ্বিজেন্দ্রলাল ও রবীন্দ্রনাথকে নিয়ে বাঙালির মধ্যে যে আমরা-ওরা বিভাজন তৈরি হয়েছিল, বর্তমান সরকার তার অবসান ঘটাতে চায়।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও প্রাবন্ধিক সুধীর চক্রবর্তী। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজেও দ্বিজেন্দ্রলালের জন্ম সার্ধ শতবর্ষের স্মৃতি তোরণের শিলান্যাস করেন শিক্ষামন্ত্রী। এই কলেজেরই ছাত্র ছিলেন দ্বিজেন্দ্রলাল। পুরসভাও এই দিন কবিকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছিল।
|
একশো দিনের কাজ প্রকল্পে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বৃহস্পতিবার শক্তিপুর পঞ্চায়েতে ঘুরে গেলেন বেলডাঙা-২ এর জয়েন্ট বিডিও সুজয় মণ্ডল। সম্প্রতি সিপিএম পরিচালিত ওই পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে তৃণমূল। একটি পুকুর খোঁড়ার কাজে পাঁচ হাজারেরও বেশি শ্রমিককে কাজ করানো হয়েছে বলে পঞ্চায়েতের তরফে দাবি করা হলেও বাস্তবে মাত্র ২৫০০ শ্রমিককে কাজ দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। শক্তিপুর অঞ্চল তৃণমূলের তরফে এি অভিযোগ তুলে গ্রামবাসীদের সাক্ষর গ্রহণ করে তা জমা দেওয়া হয়েছে ব্লক অফিস ও পঞ্চায়েতে। তৃণমূলের অঞ্চল সভাপতি প্রবীর ঘোষ বলেন, “পঞ্চায়েতের তরফে একই ব্যক্তির নাম ভাঁড়িয়ে বিভিন্ন কার্ডে টাকা তোলা হয়েছে। মোট ৫৩০০ জমের নামে টাকা তোলা হলেও প্রকৃতপক্ষে ২৪১০ জন শ্রমিক কাজ করছে।” যদিও শক্তিপুর পঞ্চায়েতের সিপিএম প্রধান দীপক মোহান্ত বলেন, “নাম নথিভুক্ত করার সময়ে কিছু ভুল হয়েছে। আমরা তা সংশোধন করে দেব। দুর্নীতির প্রশ্ন নেই।” বেলডাঙা-২ এর বিডিও অরিজিৎ মণ্ডল বলেন, “অভিযোগ মতো তদন্ত শুরু করা হয়েছে।”
|
অবরোধে সামিল না হওয়ায় স্কুলে ঢুকে এক শিক্ষককে মারধরের ঘটনায় শুক্রবার এক অভিযুক্তকে গ্রেফতার করল তেহট্ট থানার পুলিশ। ধৃতের নাম গোঁসাই দাসমুন্সী। তার বাড়ি তেহট্টের দেবনাথপুর এলাকায়। প্রসঙ্গত, দুর্ঘটনায় দেবনাথপুর শরৎ সরকার উচ্চ বিদ্যালয়ের সামনে করিমপুর-কৃষ্ণনগর রাজ্যসড়কে একটি গাড়ির ধাক্কায় জখম হয়েছিল তৃতীয় শ্রেণির এক ছাত্রী। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তা আবরোধ করে বিক্ষোভে দেখাতে থাকেন। তবে ওই শিক্ষক আবরোধে সামিল না হওয়ায় তাঁকে মারধর করা হয় বলে স্কুলের তরফে একটি অভিযোগ দায়ের করা হয়। তারই জেরে এ দিন গ্রেফতার করা হয়েছে গোঁসাই নামে ওই ব্যক্তিকে।
|
বাস থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বাসের খালাসির। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আকবর শেখ (২০)। বাড়ি রঘুনাথগঞ্জের মির্ধাপাড়ায়। শুক্রবার সকালে ৩৪ নম্বর জাতীয় সড়কের মথুরাপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই বেসরকারি বাসটি রঘুনাথগঞ্জ থেকে আসানসোল যাচ্ছিল। আচমকা বাসের দরজা খুলে গেলে চলন্ত বাস থেকে পড়ে যান আকবর। ঘটনাস্থলেই মারা যান তিনি।
|
সাগরদিঘির সাহাপুর সাওতাল হাইস্কুলে শিক্ষক নিগ্রহের ঘটনায় সংশ্লিষ্ট ছাত্রীর অভিভাবককে ডেকে পাঠাল স্কুল কর্তৃপক্ষ। গত সপ্তাহে নবম শ্রেণির কে ছাত্রীকে অশালীন ভাষায় শাসন করার অভিযোগে ওই স্কুলেরই এক শিক্ষককে মারধর করে ওই ছাত্রীর দুই দাদা।
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে সাবিনা বিবি (৩০) নামে এক মহিলার। তিনি বড়ঞার বাদুয়া গ্রামের বাসিন্দা। বুধবার কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন সাবিনা। তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই মারা যান সাবিনা। |