টুকরো খবর |
নন্দীগ্রামের ৩ জনের নামে মামলা প্রত্যাহার |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নন্দীগ্রাম আন্দোলনের তিন কর্মীগৌরহরি মণ্ডল, রাধেশ্যাম গিরি, প্রকাশ মুনিয়ানদের বিরুদ্ধে প্রায় ৫ বছর ধরে চলা রাষ্ট্রদ্রোহের মামলা প্রত্যাহার করল সরকার। বৃহস্পতিবার আলিপুরের দায়রা বিচারক অনুুপম মুখোপাধ্যায় তিন জনকেই ‘বেকসুর খালাস’ ঘোষণা করেন। গৌরহরিদের আইনজীবী শুভাশিস রায় বলেন, “মামলাটাই যে সাজানো, সেই যুক্তিও হাজির করা হয় আদালতে।” ২০০৭-এর ১০ নভেম্বর, সিপিএমের নন্দীগ্রাম ‘পুনর্দখল’-পর্বে তাড়া খেয়ে নদী পেরিয়ে কাকদ্বীপে এসে গ্রেফতার হন এই তিন জন। বাম-সরকারের মতো তৃণমূল সরকারও কয়েক দফায় তাঁদের জামিনের আর্জির বিরোধিতা করে। হাইকোর্ট অবশ্য গত ৪ মে তাঁদের রাজনৈতিক বন্দির স্বীকৃতি দেয়। ৫ জুলাই জামিনও মঞ্জুর হয়।
|
নেতাইয়ের মামলা এ বার কলকাতায় |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর থেকে কলকাতায় সিবিআইয়ের বিশেষ আদালতে সরল নেতাই-মামলা। ২ অগস্ট বিচারভবনে সিবিআইয়ের বিশেষ আদালতে (১) এই মামলায় ধৃতদের হাজির করানো হবে। গত বছর ৭ জানুয়ারি লালগড়ের নেতাইয়ে সিপিএমের ‘সশস্ত্র’ শিবির থেকে গুলি চালানোর ঘটনায় ৪ মহিলা-সহ ৯ জন নিহত হন। সিবিআইয়ের চার্জশিটে অভিযুক্ত ২০ জন সিপিএম নেতা-কর্মীর মধ্যে ১২ জন আপাতত বন্দি। ‘ফেরার’ ৮ জন। ১৬ সেপ্টেম্বর মেদিনীপুরের বিশেষ দায়রা আদালতে হওয়া চার্জগঠনের বিরুদ্ধে হাইকোর্টে যায় অভিযুক্তপক্ষ। গত ২৪ এপ্রিল নতুন করে চার্জগঠনের নির্দেশ দেয় হাইকোর্ট। মামলাটি সরানোর জন্য সিবিআইয়ের আবেদনও মঞ্জুর করে হাইকোর্ট।
|
জেলাভাগ নিয়ে কমিটি গড়ল রাজ্য |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
প্রশাসনিক ভাবে পশ্চিম মেদিনীপুর জেলা ভাগ নিয়ে তোড়জোড় শুরু হয়েছে আগেই। একাধিক প্রশাসনিক বৈঠক, সর্বদল বৈঠক সবই হয়েছে। নতুন জেলা হলে কোন ব্লক বা পঞ্চায়েত কোন ভাগে পড়বে, ক’টা মহকুমা হওয়া উচিতএ সব নিয়ে নানা মত উঠে এলেও জেলাভাগের বিরোধিতা করেনি কোনও পক্ষই। এ বার জেলাভাগের জন্য কী প্রয়োজন তা খতিয়ে দেখতে ৪ সদস্যের একটি কমিটি তৈরি করল রাজ্য সরকার। কমিটিকে দ্রুত রিপোর্ট দিতেও বলা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, কমিটির চার সদস্যের মধ্যে তিন জন তিনটি দফতরের সচিব। দফতরগুলি হল ভূমি ও ভূমি সংস্কার, অর্থ এবং স্বরাষ্ট্র। আর থাকছেন ডিভিশনাল কমিশনার (বর্ধমান)। এই কমিটি মূলত পরিকাঠামোর দিকটাই খতিয়ে দেখবে। কোথায় জমি পাওয়া যাবে, কত পরিমাণ জমি রয়েছে, জমি হস্তান্তর প্রয়োজন কি না, কত কর্মী প্রয়োজন, অন্য জেলা থেকে কর্মী আনতে হবে কি নাএ সব দেখবে কমিটি। দেখবে অর্থকরী বিষয়টিও। পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝাড়গ্রাম জেলা গঠনের প্রস্তুতি বাম আমলেই শুরু হয়েছিল। ঝাড়গ্রামকে আলাদা পুলিশ জেলাও করা হয়। রাজ্যের নতুন সরকার ঝাড়গ্রামকে আলাদা স্বাস্থ-জেলা হিসেবে ঘোষণা করে। এ বার প্রশাসনিক ভাবেও নতুন জেলা হতে চলেছে ঝাড়গ্রাম। ৮ অগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রাম সফরে আসার কথা। জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে ঝাড়গ্রামেই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেখানে পদস্থ প্রশাসনিক কর্তাদের পাশাপাশি থানার ওসি ও বিডিও-রাও থাকবেন। তখনই নতুন জেলার আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে প্রশাসনিক কর্তাদের অনুমান।
|
স্কুলে প্রতিবাদ সভা |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
হামলার প্রতিবাদে কাঁথি দেশপ্রাণ ব্লকের চালতি হাইস্কুলে সভা করলেন ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকারা। বুধবারের ওই সভায় উপস্থিত কাঁথির সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শিশির অধিকারী বলেন, “স্কুলে তুচ্ছ কারণে হামলা বা ভাঙচুর মোটেই কাম্য নয়।” এখনও পুলিশ মূল হামলাকারীদের গ্রেফতার করতে না-পারায় ক্ষোভ প্রকাশ করেন শিশিরবাবু। জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন অভিযোগ করেন, “গোটা ঘটনার পিছনে সিপিএমের ইন্ধন রয়েছে। স্কুলে হামলা ও ভাঙচুরের ঘটনার মূল অভিযুক্ত শেখ মোশারফ এক জন সিপিএমকর্মী।” সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রশান্ত পাত্র অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। বুধবার স্কুলে কিছু অভিভাবক বিক্ষোভ দেখান মাত্র। ভাঙচুরও হয়নি। সস্তা রাজনীতি করছে তৃণমূল।’’ পরিচালন সমিতির সম্পাদক শাহাজাদ আলি শাহ অবশ্য প্রায় ৬ লক্ষ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে বলে দাবি করেছেন।
|
কাঁথির রাস্তায় দুই শিক্ষকের হাতাহাতি |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
প্রকাশ্য রাস্তায় দুই শিক্ষকের হাতাহাতিতে উত্তেজনা ছড়িয়েছে কাঁথি শহরে। সম্প্রতি অশালীন আচরণ ও দুর্ব্যবহারের অভিযোগে কাঁথি দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া হাইস্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক রঘুনাথ দাসকে সাসপেন্ড করে পরিচালন সমিতি। স্কুলের প্রধান শিক্ষক শ্রীমন্ত মিশ্রের মদতেই পরিচালন সমিতি এই পদক্ষেপ করেছে বলে অভিযোগ রঘুনাথবাবুর। সেই আক্রোশে বৃহস্পতিবার সন্ধ্যায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে কাঁথি শহরের রসুলপুর বাসস্ট্যান্ডে শ্রীমন্তবাবুর উপরে রঘুনাথবাবু ও তাঁর স্ত্রী চড়াও হন বলে অভিযোগ। পরে শ্রীমন্তবাবু দু’জনের বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন। বসন্তিয়া হাইস্কুল সূত্রে জানা গিয়েছে, রঘুনাথবাবুকে এর আগেও একাধিক বার শো-কজ করা হয়েছে। বেশ কিছু অভিযোগে গত ২ মে ফের তাঁকে শো-কজ করা হলে রঘুনাথবাবু পাল্টা জেলাশাসকের কাছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে জেলাশাসক কাঁথির মহকুমাশাসককে বিষয়টি তদন্ত করতে বলেন। তদন্তের রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি। এ দিকে, ১৮ জুলাই বসন্তিয়া হাইস্কুলের পরিচালন সমিতির বৈঠকে রঘুনাথবাবুকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হলে গণ্ডগোল আরও বাড়ে। স্কুলের চৌহদ্দি ছেড়ে শিক্ষকদের খেয়োখেয়ি নামে রাস্তায়।
|
তমলুকে বৃদ্ধার দুল ছিনতাই |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
প্রাতর্ভ্রমণে বেরিয়ে ছিনতাইকারীর কবলে পড়লেন এক বৃদ্ধা। শুক্রবার ভোরে এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের সদর শহর তমলুকে। শহরের পার্বতীপুর এলাকায় প্রতিমা অধিকারী নামে অশীতিপর ওই বৃদ্ধার কানের দুল ছিনতাই করতে যায় দুষ্কৃতীরা। সেই সময় প্রতিমাদেবীর কানের লতি ছিঁড়ে যায়। তাঁর বাড়ির সামনেই সাতসকালে এই ঘটনাটি ঘটে। স্বভাবতই নিরাপত্তার অভাববোধে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীকে গ্রেফতার করতে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্য দিনের মতো এ দিন ভোরেও ঘুম থেকে উঠে বাড়ির দরজা খুলে বের হন প্রতিমাদেবী। এ সময়ে আচমকা এক দুষ্কৃতী তাঁকে ছুরি দেখিয়ে কানের দুল খুলে নেয়। তার পরেই পালায়। চিকিৎসার জন্য ওই বৃদ্ধাকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
|
‘অ-সহায়’ প্রতিবাদ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
সহায় প্রকল্পে বঞ্চিতদের বিক্ষোভ |
দুপুরের খাবার না-পেয়ে প্রতিবাদ করলেন ‘সহায়’ প্রকল্পের বেশ কয়েক জন উপভোক্তা। স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে জড়ো হয়ে তাঁরা ক্ষোভপ্রকাশ করেন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি-২ গ্রাম পঞ্চায়েতের রাজারবাগানে। যাঁদের কাজ করে খাওয়ার ক্ষমতা নেই, তাঁদেরই এই প্রকল্পের আওতায় আনা হয়। এই গ্রাম পঞ্চায়েতে সহায়-প্রকল্পে প্রায় দেড়শো জন উপভোক্তা রয়েছেন। এ দিন প্রায় ২৫ জন উপভোক্তা রাজারবাগান অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে জড়ো হন। এখান থেকেই তাঁদের দুপুরের খাবার দেওয়া হয়। তাঁদের অভিযোগ, গত ৪ দিন ধরে খাবার দেওয়া হচ্ছে না। ঠিক কী কারণে এই পরিস্থিতি, তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মেদিনীপুরের (সদর) বিডিও অয়ন নাথ। তিনি বলেন, “ঘটনার কথা শুনেছি। ঠিক কী পরিস্থিতি, তা খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।”
|
নেতাই মামলা এ বার কলকাতায় |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর থেকে কলকাতায় সিবিআইয়ের বিশেষ আদালতে সরল নেতাই-মামলা। আগামী ২ অগস্ট বিচারভবনে সিবিআইয়ের বিশেষ আদালতে (১) এই মামলায় ধৃতদের হাজির করানো হবে। গত বছর ৭ জানুয়ারি লালগড়ের নেতাইয়ে সিপিএমের ‘সশস্ত্র’ শিবির থেকে গুলি চালানোর ঘটনায় ৪ মহিলা-সহ ৯ জন নিহত হন। ঘটনাটিকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ চিহ্নিত করে ওই বছরেরই ৪ এপ্রিল ঝাড়গ্রাম আদালতে ২০ জন সিপিএম নেতা-কর্মীর নামে চার্জশিট দেয় সিবিআই। তাঁদের মধ্যে ১২ জন গ্রেফতার হয়েছেন। অনুজ পাণ্ডে, ডালিম পাণ্ডের মতো ৮ সিপিএম নেতা এখনও ‘ফেরার’। গত বছর ১৬ সেপ্টেম্বর মেদিনীপুরের বিশেষ জেলা-দায়রা আদালতে নেতাই মামলার চার্জগঠন হয়। কিন্তু নিম্ন-আদালতের চার্জগঠনের বিরুদ্ধে হাইকোর্টে যায় অভিযুক্তপক্ষ। ২৪ এপ্রিল নতুন করে চার্জগঠনের নির্দেশ দেয় হাইকোর্ট। এ দিকে, মামলাটি স্থানান্তর করতে চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিল সিবিআই। তা-ও মঞ্জুর হয়।
|
মধ্যবয়সীর ঝুলন্ত দেহ |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে তমলুক শহরের পার্বতীপুর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মধুসুদন দে (৪৫)। তিনি দর্জির কাজ করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির মধ্যে তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে প্রতিবেশীরা থানায় খবর দেন। তমলুক থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য পাঠান। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ওই ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিলেন। অবসাদের জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন।
|
বিষক্রিয়ায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
বিষক্রিয়ায় এক প্রৌঢ়ের মৃত্যু হল। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হলদিয়ার পীতম্বরচকে। মৃতের নাম স্বপন মল্লিক (৪৫)। এ দিন অসুস্থ অবস্থায় হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসার পথেই তাঁর মৃত্যু হয়। পারিবারিক অশান্তির কারণে তিনি বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের লোকেরা জানিয়েছেন। দুর্গাচক থানার পুলিশ তদন্ত শুরু করেছে। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।
|
তরুণীর দেহ জামবনিতে |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
বছর কুড়ির অজ্ঞাতপরিচয় এক তরুণীর মৃতদেহ উদ্ধার হল পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম ও গিধনি স্টেশনের মাঝে জামবনির গোপালপুরে। শুক্রবার রেল লাইনের ধার থেকে দেহটি উদ্ধার করে রেল-পুলিশ। তরুণীর পরণে ছিল হলুদ রঙের চুড়িদার, চোয়াল ও হাত-পায়ের হাড় ভাঙা। এলাকাবাসীর একাংশের দাবি, সকালে খড়্গপুর থেকে টাটানগরগামী একটি চলন্ত ট্রেনের কামরা থেকে পড়ে গিয়ে ওই তরুণীর মৃত্যু হয়েছে। ঝাড়গ্রাম জিআরপি থানার পুলিশেরও অনুমান, ট্রেন থেকে পড়ে গিয়ে অথবা ট্রেনের ধাক্কায় ওই তরুণী মৃত্যু হয়েছে।
|
চোলাই ভাটিতে হানা |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
অভিযান চালিয়ে চোলাই মদের বেশ কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করল পূর্ব মেদিনীপুর জেলা আবগারি দফতর ও পুলিশ। বৃহস্পতিবার সকালে পাঁশকুড়া থানা এলাকার কেশাপাট ও রাধাবল্লভচক গ্রামে আবগারি দফতর-পুলিশ বাহিনী অভিযান চালিয়ে প্রায় দু’হাজার লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করে। পূর্ব মেদিনীপুর জেলার আবগারি সুপার তপন মাইতি বলেন, “চোলাই তৈরির ভাটিতে তল্লাশি চালিয়ে প্রচুর সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করতে পারা যায়নি।’’
|
আট লাখের বিদ্যুৎ-বিল |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
দরিদ্র পরিবারে ত্রৈমাসিক বিদ্যুৎ-বিল আসত বড় জোর ৮০ টাকা। কিন্তু মে-জুন-জুলাই মাসে ৮ লক্ষ ৪১ হাজার ৮৬৮ টাকার বিদ্যুৎ-বিল দেখে ভিড়মি খেয়েছেন ছাপোষা শেখ আব্দুল হোসেনের পরিবার। আতান্তরে পড়েছেন তমলুক শহরের লালদিঘির বাসিন্দা দিনমজুর আব্দুল। প্রথমে তমলুক বিদ্যুৎ দফতরে গিয়েছিলেন সমস্যার সুরাহার আশায়। আব্দুলের অভিযোগ, তাঁর সমস্যা গুরুত্ব দিয়ে শোনাই হয়নি। শেষে তিনি দ্বারস্থ হন জেলা পরিষদের। তমলুকের বিদ্যুৎ-বণ্টন বিভাগের ডিভিশনাল ম্যানেজার শ্রীনিবাস রাউত স্বীকার করেছেন, নতুন প্রযুক্তিতে বিদ্যুৎ-বিল তৈরি করতে গিয়ে কিছু ত্রুটি হচ্ছে। ওই ব্যক্তি আমাদের দফতরে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। |
|