একমাত্র ভারতীয় বক্সার হিসেবে লন্ডন অলিম্পিকে নামতে চলা মেরি কমের জন্য আরও সুখবর থাকছে। এই প্রথম বার দর্শক হিসেবে তিনি পেতে চলেছেন তাঁর মাকে। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন জানিয়েছেন, দর্শকদের মধ্যে নিজের মাকে পাওয়া একটা বড় স্বপ্ন পুরো হওয়ার চেয়ে কম নয়। এই প্রথম দেশের বাইরে পা দিতে চলেছেন মেরি কমের মা, মাঙ্গটে আখাম কম। |
“আমার কেরিয়ারের সবচেয়ে বড় প্রতিযোগিতা হতে চলেছে অলিম্পিক। প্রথম বার মাকে দর্শক হিসেবে পাব ভেবে খুব উত্তেজনা হচ্ছে। কোনও দিন দর্শকাসনে আমার মাকে পাব, এটা আমার খুব বড় একটা স্বপ্ন ছিল,” বলেছেন মেরি কম। সঙ্গে যোগ করেছেন, “আমি চোট পাব ভেবে খুব চিন্তিত থাকত মা। যখন বক্সিং করা শুরু করি, মা খুব একটা খুশি হননি। কিন্তু কোনও দিন আমাকে আটকাননি। বরং সব সময় আমার পাশে দাঁড়িয়েছেন। আমার জীবনের সবচেয়ে বড় স্তম্ভ আমার মা।”
অলিম্পিকে এই প্রথম শুরু হচ্ছে মেয়েদের বক্সিং। স্বভাবতই বিশ্বচ্যাম্পিয়ন মেরি কমের উপর প্রত্যাশার প্রচণ্ড চাপ রয়েছে। তবে বাড়তি চাপ একেবারেই নিচ্ছেন না মণিপুরী বক্সার। “পুণেতে আমার ট্রেনিং খুব ভাল হয়েছে। গেমসের জন্য মুখিয়ে আছি। কোনও টেনশন হচ্ছে না। নিজের খেলাটা উপভোগ করছি। কাউকে কিছু প্রমাণ করার নেই,” বলে মেরি কম যোগ করেছেন, “জানি প্রতিযোগিতার মঞ্চটা বিশাল। কিন্তু সেটা আমার কাছে নতুন কিছু নয়। অতীতে যাদের বিরুদ্ধে লড়েছি, তাদেরই তো প্রতিপক্ষ হিসেবে পাব।” |