উচ্চ মাধ্যমিকে উন্নীত হল স্কুল |
উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হল হরিপালের শান্তিপুর ভবেন্দ্র ইনস্টিটিউশন। ওই উপলক্ষে সম্প্রতি বিদ্যালয় চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। প্রধান শিক্ষক স্বপনকুমার দে জানান, বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৬৮ সালে। সেই সময় দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়ানো হত। পর্যায়ক্রমে ’৭০ সালে চতুর্থ শ্রেণি এবং ’৮৪ সালে মাধ্যমিক স্তরে উন্নীত হয়। এ দিন উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীতকরণ অনুষ্ঠানের পাশাপাশি একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া পড়ুয়াদের ‘নবীনবরণ’ অনুষ্ঠান হয়। স্কুল কর্তৃপক্ষ জানান, এই উপলক্ষে আয়োজিত হয় রবীন্দ্র-নজরুল সন্ধ্যা।
|
হরিপালের পশ্চিম গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে প্রার্থী দিতে পারল না সিপিএম। এর ফলে এই স্কুলের পরিচালন সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল। এত দিন পর্যন্ত এই স্কুলের পরিচালন সমিতির ক্ষমতা ছিল সিপিএমের হাতে। প্রশাসন সূত্রের খবর, ওই বিদ্যালয়ে ভোটের দিন ধার্য হয় আগামী ২৯ জুলাই। শুক্রবার ছিল মনোয়নপত্র তোলা এবং জমা দেওয়ার শেষ দিন। তৃণমূল ছাড়া কোনও দলই মনোনয়নপত্র তোলেনি। ফলে ৬টি আসনেই না লড়ে জিতে গেলেন তৃণমূলের প্রার্থীরা।
|
‘শহিদ দিবসে’ ভর্তি বন্ধের দাবি, ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
আজ, শনিবার ধর্মতলায় শহিদ দিবস পালন করবে তৃণমূল। চুঁচুড়ায় হুগলি উইমেন্স কলেজে তৃণমূল ছাত্র সংসদ (টিএমসিপি) পরিচালিত ছাত্র সংসদের আর্জি ছিল এই ‘বিশেষ’ দিনটিতে কলেজে ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখা হোক। কিন্তু দাবি মানতে চাননি অধ্যক্ষা। সেই কারণে বিকেল থেকে রাত পর্যন্ত তাঁকে ঘেরাও করে রাখে টিএমসিপির সদস্যারা। শেষ পর্যন্ত জেলা তৃণমূল নেতৃত্বের হস্তক্ষেপে অবরোধ ওঠে। অধ্যক্ষা বলেন, “সঙ্গত কারণেই আমার পক্ষে ছাত্র সংসদের দাবি মানা সম্ভব হয়নি।”
|
খেতে কাজ সেরে ফেরার পথে বজ্রাঘাতে মৃত্যু হল এক শ্রমিকের। বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে গোঘাটের হরিপুরে। পুলিশ জানায়, মৃতের নাম শেখ এনায়েত আলি (৪৫)। |