বাহিনীর গুলিতে হত মাওবাদী শীর্ষ নেতা |
ঝাড়খণ্ডের চাতরা এবং সিমডেগা জেলায় গত কাল রাতে মাওবাদীদের সঙ্গে পুলিশের তুমুল লড়াই হয়। চাতরার লাকারমন্দা জঙ্গলে পুলিশের সঙ্গে দীর্ঘ গুলির লড়াইয়ে নিহত হয়েছেন এক শীর্ষ মাওবাদী জঙ্গি নেতা।
রাজ্য পুলিশ প্রশাসন এই মাওবাদীর মাথার দাম বাবদ সাত লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল। বছর সাতেক ধরে হন্যে হয়ে অজয় গঞ্জু ওরফে পারশজিকে খুঁজছিল পুলিশ। পারশজি মাওবাদী জঙ্গি বাহিনীর জোনাল কম্যান্ডার ছিলেন। পুলিশ জানায়, তাঁর নিথর দেহের কাঁধে থাকা ব্যাগে পাওয়া গিয়েছে একটি নাইন এমএম পিস্তল, দু’টি শক্তিশালী গ্রেনেড এবং মাওবাদী কিছু বইপত্র। পুলিশের অনুমান, প্রায় ঘণ্টা খানেক ধরে চলা গুলির লড়াইয়ে জঙ্গি বাহিনীর আরও কয়েক জন পুলিশের গুলিতে জখম হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তারা গভীর জঙ্গলে পালিয়েছে বলে মনে করছেন পুলিশ কর্তারা। গত কাল রাতে চাতরায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে উল্লেখ্যযোগ্য সফল্যের দাবি করেছেন রাজ্য পুলিশের কর্তারা।
চাতরার এসপি অনুপ বার্থারে জানান, জঙ্গিদের সঙ্গে পুলিশের লড়াই হয় কুন্ডা থানার লাকারমন্দার জঙ্গলে। দীর্ঘ দিন ধরে ওই জঙ্গলে ঘাঁটি গেড়েছিল মাওবাদীরা। নিহত জোনাল কম্যান্ডার অজয় গঞ্জুর নির্দেশেই এলাকায় মাওবাদীদের কাজকর্ম চলত। তাঁর বিরুদ্ধে খুন-সহ নানা ধরনের প্রায় পঞ্চাশটি অভিযোগ রয়েছে।
প্রচণ্ড বৃষ্টিতে মাওবাদীদের বিরুদ্ধে পুলিশি অভিযান চলে ওড়িশা সীমানা সংলগ্ন ঝাড়খণ্ডের সিমডেগা জেলায়ও। গত রাতে মাওবাদীদের সঙ্গে পুলিশের লড়াই হয় সিমডেগার আসানডেরা জঙ্গলেও। সিমডেগার এসপি প্রভাত কুমার জানান, সংঘর্ষে দু’পক্ষের মধ্যে আধ ঘণ্টা ধরে টানা গুলির লড়াই হয়েছে। পুলিশের গুলিতে জখম হয়েছে কমপক্ষে জনা চারেক জঙ্গি। পুলিশের তাড়া খেয়ে গুলিবিদ্ধ জঙ্গিরা জঙ্গলে পালায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তিনটি ল্যান্ডমাইন, চারটি ক্যান বোমা, তিনটি সিলিন্ডার বোমা এবং বেশ কিছু তাজা কার্তুজ। |