ডিস্যাটে জিএসএম সংস্থাগুলি |
টাটাদের স্পেকট্রাম লাইসেন্স বাতিলের আরজি |
টাটা গোষ্ঠীর জিএসএম পরিষেবার স্পেকট্রাম এবং তার লাইসেন্স বাতিলের আর্জি জানিয়ে টেলিকম ট্রাইব্যুনাল টিডিস্যাটের দ্বারস্থ হল সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (সিওএআই)। এয়ারটেল, আইডিয়া, ভোডাফোনের মতো জিএসএম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির এই সংগঠনের দাবি, গত ২ ফেব্রুয়ারি প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজার ২০০৮ সালে বণ্টন করা সব লাইসেন্সই বাতিল করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ী বাতিল হওয়ার কথা ১৪১টি লাইসেন্স। কিন্তু তার বদলে ১৫ ফেব্রুয়ারি ১২২টি লাইসেন্স বাতিল করে টেলিকম দফতর (ডট)। তাই টিডিস্যাটের কাছে ওই বাকি লাইসেন্সও বাতিলের আর্জি জানিয়েছে সিওএআই। যার মধ্যে রয়েছে টাটা টেলি সার্ভিসেস এবং টাটা টেলি সার্ভিসেস মহারাষ্ট্রের জিএসএম পরিষেবার লাইসেন্স। তবে এ নিয়ে মুখ খুলতে রাজি হয়নি টাটারা।
সিওএআইয়ের ডিরেক্টর জেনারেল রাজেন এস ম্যাথুজ-এর কাছে প্রশ্ন ছিল, বিষয়টি নিয়ে এত দিন কেন প্রতিবাদ করেননি তাঁরা? ম্যাথুজের দাবি, টেলিকম সচিব আর চন্দ্রশেখরের কাছে চিঠি দেওয়া হয়েছে। বার বার অভিযোগ জানানো হয়েছে সংশ্লিষ্ট সব দফতরে। কিন্তু উত্তর না পাওয়ায় আইনের পথে হাঁটতে বাধ্য হলেন তাঁরা। তবে, বিষয়টি নিয়ে মন্তব্য করেনি দ্বৈত প্রযুক্তি (জিএসএম এবং সিডিএমএ) ব্যবহারকারী টেলি পরিষেবা সংস্থাগুলির সংগঠন অসপি। উল্লেখ্য, ২০০৮ সালের পর থেকেই জিএসএম এবং সিডিএমএ দুই পরিষেবাই দিতে শুরু করে টাটা গোষ্ঠী। তার আগে শুধু সিডিএমএ পরিষেবা দিত তারা।
এ দিকে, স্পেকট্রামের ন্যূনতম দর ট্রাইয়ের সুপারিশের তুলনায় কম হওয়া উচিত বলে ইঙ্গিত দিল কেন্দ্র। স্পেকট্রাম নিলামে ওই দর কী হতে পারে তা নির্ধারণ করতে শুক্রবার বৈঠকে বসে পি চিদম্বরমের নেতৃত্বাধীন সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত মন্ত্রিগোষ্ঠী। আলোচনার পর দরের অঙ্ক নিয়ে মুখ খোলেননি টেলিকম মন্ত্রী কপিল সিব্বল। কিন্তু সংশ্লিষ্ট সূত্রে খবর, সারা দেশে ৫ মেগাহার্ৎজ স্পেকট্রামের জন্য ১৪ থেকে ১৬ হাজার কোটি টাকা ন্যূনতম দর বেঁধে দিতে পারে মন্ত্রিগোষ্ঠী। টেলিকম নিয়ন্ত্রক ট্রাইয়ের সুপারিশ মানলে তা দাঁড়াবে ১৮,০০০ কোটি টাকা। |