মার্কিন সরকার তাঁদের সম্মেলনে অংশ নিতে দেয়নি। তার প্রতিবাদে কলকাতার স্বভূমিতে এক সপ্তাহের সম্মেলন করতে চলেছেন দেশ বিদেশের যৌনকর্মীরা। ২২টি দেশের প্রায় সাড়ে পাঁচশো যৌনকর্মী এতে অংশ নেবেন। একে তাঁরা বলছেন স্বাধীনতা বা মুক্তির উৎসব। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এই অনুষ্ঠানের ঘোষণা করা হয়। সম্মেলনের আয়োজক অল ইন্ডিয়া নেটওয়ার্ক অফ সেক্স ওয়ার্কার্স, গ্লোবাল নেটওয়ার্ক অফ সেক্স ওয়ার্কার্স এবং দুর্বার মহিলা সমন্বয় কমিটি। যৌনকর্মীদের এই আন্তর্জাতিক সম্মেলন আজ, শনিবার থেকে শুরু হয়ে চলবে আগামী ২৭ জুলাই পর্যন্ত।
গ্লোবাল সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্কের প্রেসিডেন্ট অ্যান্ড্রু হান্টার, সংগঠনের গ্লোবাল কো-অর্ডিনেটর রুথ মর্গান এবং দুর্বারের পক্ষে স্মরজিৎ জানা জানান, আমেরিকার রাজধানী ওয়াশিংটনে আজ, ২১ জুলাই থেকেই শুরু হচ্ছে ১৯তম আন্তর্জাতিক এড্স সম্মেলন। গত ২৫ বছর ধরে এই সম্মেলনে নীতি-নির্ধারক, বিশেষজ্ঞ, সরকারি প্রতিনিধি, সাধারণ মানুষের সঙ্গে যৌনকর্মীরাও অংশ নিতেন। কিন্তু এই প্রথম সম্মেলনে যৌনকর্মীদের ব্রাত্য করেছে মার্কিন সরকার।
তার প্রতিবাদে ওই দিনেই কলকাতাতে আন্তর্জাতিক সম্মেলন শুরু করছেন যৌনকর্মীরা।
আমেরিকার সময়ের সঙ্গে তাল মিলিয়ে কলকাতার সম্মেলন চলবে রাত সাড়ে দশটা পর্যন্ত। রুথের কথায়, “ওয়াশিংটনের অনুষ্ঠানের সঙ্গে আমরা ভিডিও যোগাযোগ স্থাপন করছি। এতে কলকাতার অনুষ্ঠান ওয়াশিংটনে এবং ওয়াশিংটনের অনুষ্ঠান কলকাতায় সরাসরি দেখা যাবে। আমাদের ওয়াশিংটনের অনুষ্ঠান থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা হলেও এই ভাবেই আমরা থাকব।” তিনি আরও জানান, মোট সাতটি বিষয়ে স্বাধীনতার কথা এই সম্মেলনে যৌনকর্মীরা উত্থাপন করবেন। এগুলি হল যথাক্রমে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াতের স্বাধীনতা, একসঙ্গে সম্মেলন করার স্বাধীনতা, আইনি সাহায্য পাওয়ার স্বাধীনতা, হিংসা থেকে বাঁচার স্বাধীনতা, সমাজের বিদ্রূপ থেকে রক্ষা পাওয়ার স্বাধীনতা, উন্নত স্বাস্থ্য পরিষেবা পাওয়ার স্বাধীনতা এবং অর্থনৈতিক স্বাধীনতা। |