নিউ টাউনের উন্নয়ন কর্তৃপক্ষকে এ বার কর আদায়ের অধিকার দিচ্ছে রাজ্য। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই উদ্দেশ্যে ‘নিউ টাউন উন্নয়ন কর্তৃপক্ষ আইন’ সংশোধনে একটি বিল অনুমোদনের জন্য পেশ করছে নগরোন্নয়ন দফতর। এত দিন নিউ টাউনের বাসিন্দাদের উপরে কর বসানোর এক্তিয়ার ছিল না ওই উন্নয়ন কর্তৃপক্ষের। কারণ, আইন অনুসারে যে কোনও এলাকায় বাসিন্দাদের থেকে কর আদায় করতে পারে পুরসভা। নিউ টাউনে কর আদায়ের জন্য কর্তৃপক্ষকে ক্ষমতা দিতে চেয়ে এর আগেও রাজ্য মন্ত্রিসভায় একটি প্রস্তাব এসেছিল। তাতে প্রশাসনিক নির্দেশের মাধ্যমে ওই অধিকার দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু প্রশাসনিক আদেশে কর আদায়ের ক্ষমতা দেওয়া যায় কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি আরও ভাল ভাবে পরীক্ষা করে সিদ্ধান্ত নিতে বলেন। নতুন প্রস্তাবে আইন সংশোধন করেই এই ক্ষমতা দেওয়া হচ্ছে।
|
বোমা নয়। শেয়ালের আতঙ্কে রানওয়েতে নামতে গিয়েও ঠিক সময়ে নামা হল না দু’টি বিমানের। চক্কর কাটতে হল কয়েক মিনিট। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে জেটের রাঁচি-কলকাতা রুটের একটি ছোট বিমানের পাইলট নামার সময় রানওয়েতে শেয়াল দেখতে পান। তিনি বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোলে জানান। জেটের ওই বিমানের পিছনেই ছিল দিল্লি-কলকাতা রুটের ও মুম্বই-কলকাতা রুটের দু’টি বিমান। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে দু’টি বিমানকেই তখনকার মতো মুখ ঘুরিয়ে ফের উড়ে যেতে বলা হয়। নিরাপত্তাকর্মীরা শেয়াল খুঁজতে বেরিয়ে পড়েন। কিন্তু শেয়ালের দেখা মেলেনি।
|
আজ, শনিবার তৃণমূলের শহিদ সমাবেশে প্রতিবারের মতোই থাকবেন ১৯৯৩ সালে মহাকরণ অভিযানের সময় পুলিশের গুলিতে নিহত ১৩ শহিদের পরিবার। থাকবেন নন্দীগ্রাম, সিঙ্গুর, নেতাইয়ে নিহত শহিদদের পরিবারও। এঁদের সঙ্গেই সমাবেশে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্ব দ্বিজেন মুখোপাধ্যায়, শুভাপ্রসন্ন, যোগেন চৌধুরী প্রমুখকে। বিকেল সাড়ে তিনটের মধ্যেই সভা শেষ করতে চান দলনেত্রী। কারণ, রাজ্যের প্রত্যন্ত প্রান্ত থেকে আসা দলীয় কর্মীদের বাড়ি ফেরার ব্যাপার তো আছেই, পাশাপাশি রমজান মাস শুরু হওয়ায় মুসলিমদের রোজা ভাঙার সময় যাতে বিঘ্নিত না হয়, সে দিকে লক্ষ্য রেখেই এই পরিকল্পনা।
|
অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে তিন দিন লড়াই করার পরে এক যৌনকর্মী শুক্রবার মারা গিয়েছেন। বাড়িওয়ালা এবং তার ছেলেই ওই যৌনকর্মীকে নিয়ে পুড়িয়ে মেরেছে বলে অভিযোগ। পুলিশ জানায়, পবিত্রা চট্টোপাধ্যায় (৩২) নামে গিরীশ পার্কের দয়াল মিত্র লেনের ওই যৌনকর্মী পুলিশকে বলে গিয়েছেন, বাড়িওয়ালা এবং তাঁর ছেলে তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করে। তাঁর বয়ানের ভিত্তিতে ওই দু’জনের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা হয়। পবিত্রার মৃত্যুর পরে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা করা হয়েছে।
|
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের ধাঁচে এ বার রাজ্য সরকার স্বাধীনতা দিবসও উদযাপন করবে রেড রোডে। সেখানে সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এত দিন রাজ্য সরকারের তরফে স্বাধীনতা দিবস উদ্যাপিত হত মহাকরণের সামনে। মহাকরণ সূত্রের খবর, ওই অনুষ্ঠানে কলকাতা পুলিশের সশস্ত্র ব্যাটেলিয়ন, পশ্চিমবঙ্গ পুলিশ ও স্কুলের ছাত্রছাত্রীরা শোভাযাত্রা করবে। সরকারের বিভিন্ন দফতরের তরফে থাকবে ১২টি ট্যাবলো। রেড রোডে ওই কুচকাওয়াজের মহড়া চলবে।
|
পরিষ্কারের ছল করে সোনার হার ও বালা হাতিয়ে পালাল এক দুষ্কৃতী। শুক্রবার, পর্ণশ্রী থানার ডায়মন্ড হারবার রোডে। পুলিশ জানায়, ওই বাড়িতে থাকেন সত্যনারায়ণ পাল ও নমিতা পাল। এ দিন গয়না পরিষ্কারের নামে এক ব্যক্তি বাড়িতে ঢুকে গয়নাগুলি একটি তরলে ডুবিয়ে সাফ করার ফাঁকে সেগুলি নিয়ে চম্পট দেয়। চুরি যাওয়া গয়নার মূল্য প্রায় ১ লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে।
|
ঢাকা থেকে চিকিৎসা করাতে কলকাতায় এসে এক বৃদ্ধার টাকার ব্যাগ খোয়া গেল ট্যাক্সিতে। শুক্রবার ঘটনাটি ঘটে পার্ক সার্কাস এলাকায়। কড়েয়া থানায় অভিযোগ করেন খালেদকর সীমা রহমান নামে ওই মহিলা। তাঁর অভিযোগ, বিকেলে বিমানবন্দর থেকে ট্যাক্সিতে পার্ক সার্কাসের শামসুল হুদা রোডে আত্মীয়ের বাড়িতে পৌঁছন। কিন্তু ট্যাক্সিতে ব্যাগটি থেকে যায়।
|
শুক্রবার বেলা সওয়া ১২টা নাগাদ শাহিদ মির্জা (১৬) নামে গার্ডেনরিচের এক কিশোর বিচালিঘাটে গঙ্গায় স্নান করতে গিয়েছিল। রাত পর্যন্ত ওই কিশোরের কোনও খোঁজ মেলেনি বলে জানিয়েছে পুলিশ। |